ঘরে থাকা এই দুই উপকরণেই হবে বাজিমাত! বাড়ি বসেই পাবেন দাগ-ছোপহীন চকচকে ত্বক

চালে-ডালে মিলিয়ে খিচুড়ি তো সকলেই খাই। আর তা যে স্বাস্থ্যএর জন্য কতটা উপকারি তা আমরা কমবেশি সকলেই জানি। তবে জানেন কি এই চাল -ডাল ত্বকের জন্য কতটা উপকারি? জানলে চমকে যাবেন! এই চাল-ডাল ব্যবহার করেই পেয়ে যেতে পারেন দাগ-ছোপ হীন চকচকে স্কিন। 

ঘরে থাকা এই দুই উপকরণেই হবে বাজিমাত! বাড়ি বসেই পাবেন দাগ-ছোপহীন চকচকে ত্বক

আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, 14 অক্টোবর:চালে-ডালে মিলিয়ে খিচুড়ি তো সকলেই খাই। আর তা যে স্বাস্থ্যএর জন্য কতটা উপকারি তা আমরা কমবেশি সকলেই জানি। তবে জানেন কি এই চাল -ডাল ত্বকের জন্য কতটা উপকারি? জানলে চমকে যাবেন! এই চাল-ডাল ব্যবহার করেই পেয়ে যেতে পারেন দাগ-ছোপ হীন চকচকে স্কিন।  

উপকরণ- একচামচ চাল গুড়ো, এক চামচ মুসুর ডাল গুড়ো, এক চামচ কফি পাউডার, ১ চামচ ব্যসন, ১ চামচ মুলতানি মাটি, মধু বা গোলাপ জল, অ্যালোভেরা জেল বা দুধ/ দই। এই উপকরণগুলি মিশিয়ে একটি মিশ্রন বানিয়ে নিতে হবে। 

কীভাবে ব্যবহার করবেন?

প্রথমে ভালো করে মুখটা পরিষ্কার করে নিতে হবে। তারপর তৈরি করে রাখা মিশ্রনটি ভালো করে মুখে লাগিয়ে নিতে  হবে। মুখে ফেসপ্যাকটি লাগানোর সময় খুব হাল্কা হাতে স্ক্রাব করে নিয়ে, পুরো মুখে ভালোভাবে প্যাকটি লাগিয়ে নিন। এরপর ১৫-২০ মিনিট প্যাকটি ভালোভাবে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর প্যাকটি শুকিয়ে গেলে জল দিয়ে মুখ ধুয়ে নিন। মুখ ধুয়ে নেওয়ার পর নিজের পছন্দ মত ময়েশ্চারাইজার মুখে লাগিয়ে নিন। সপ্তাহে ২-৩ বার এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন। এতে মুখের সান ট্যানের কালো দাগ কমবে, মুখ উজ্জ্বল হবে, স্কিন আগের থেকে অনেক সফট ও গ্লোয়িং হবে।