রামনবমীর দিন বড় কাছাড়ি মন্দিরে পুজো দিলেন অভিষেক
রামনবমীর দিন বড় কাছাড়ি মন্দিরে পুজো দিলেন অভিষেক
১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে রাজ্যে প্রথম দফার ভোট ।আর ভোটের আগে বিভিন্ন জায়গায় তৃণমূলের প্রার্থীরা যাতে ভালো ফল করতে পারে সে কথা মাথায় রেখে রামনবমীর দিন ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে বিষ্ণুপুর দু'নম্বর ব্লকে বড় কাছাড়ি মন্দিরে এসে পুজো দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম দফার ভোটের আগে মঙ্গলবার কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে জনসংযোগ করেন অভিষেক । বুধবার দুপুরে বড় কাছাড়ি মন্দির পরিদর্শনের করেন। পুজো দিয়ে বাবা বড় কাছাড়ির আশীর্বাদ নিয়ে আমতলায় দলীয় কার্যালয়ে ফিরে যান । দলীয় কার্যালযয়ে কিছুক্ষণ সময় কাটানোর পর কর্মীদের সঙ্গে ভোটের রণকৌশল নির্ধারণ করেন। এবং পরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।