অরাজনৈতিক আন্দোলনে চিকিৎসকদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

অরাজনৈতিক আন্দোলনে চিকিৎসকদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার হাওড়ার শ্যামপুর থানায় ডেপুটেশন দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই বার্তা দেন তিনি।

অরাজনৈতিক আন্দোলনে চিকিৎসকদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

আজ এখন ডেস্ক,২০ অক্টোবর:অরাজনৈতিক আন্দোলনে চিকিৎসকদের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার হাওড়ার শ্যামপুর থানায় ডেপুটেশন দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই বার্তা দেন তিনি। প্রসঙ্গত, দিন কয়েক আগে একটি ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল হাওড়ার শ্যামপুর। 

এদিন তিনি শ্যামপুরের ক্ষতিগ্রস্ত কয়েকটি মার্কেট কমপ্লেক্স সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। শুভেন্দুবাবু সাংবাদিকদের প্রশ্নেরও মুখোমুখি হয়ে বলেন, 'ডাক্তারদের সমস্ত অরাজনৈতিক আন্দোলনে ভারতীয় জনতা পার্টির সমর্থন রয়েছে। তাঁরা যেদিন বলবেন বিজেপির জনপ্রতিনিধি, নেতারাও পতাকা ছেড়ে আসতে পারেন। সেদিন আমরাও চলে যাব। সে ডাক এখনও ওনারা দেননি। 

যতক্ষণ রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া, পতাকা ছাড়া আন্দোলন থাকবে ততক্ষণ আমাদের পূর্ণ সমর্থন থাকবে। যেদিন তাঁরা সবাইকে জনগণ হিসেবে আহ্বান করবেন আমরা নিজেরাই যুক্ত হব।' শুভেন্দু বাবু আরও বলেন, জুনিয়র ডাক্তাররা সঠিক সিদ্ধান্তই নেবেন যাতে বাংলার মানুষ মনে করবে তাঁরা শিরদাঁড়াটা নারায়ণবাবুর মতো বিক্রি করে দেননি।