Serial Gossip: বড়পর্দা থেকে ছোটোপর্দায় জমিয়ে কাজ করা অভিনেতাদের চিনে নিন
বহু চেনা কিংবা অচেনা মুখ প্রতিদিনই ড্রয়িং রুমের সঙ্গী হয়ে ওঠে আমাদের সকলের কাছে। আপনার দেখা এই মুখগুলির মধ্যে এমন অনেকেই আছে যারা প্রথমে সিনেমার হাত ধরে গ্ল্যামার জগতে পা রেখেছেন।
রাখী পোদ্দার, কলকাতাঃ বাংলা সিরিয়ালের প্রতি মানুষের আবেগ চিরন্তন। বহু চেনা কিংবা অচেনা মুখ প্রতিদিনই ড্রয়িং রুমের সঙ্গী হয়ে ওঠে আমাদের সকলের কাছে। আপনার দেখা এই মুখগুলির মধ্যে এমন অনেকেই আছে যারা প্রথমে সিনেমার হাত ধরে গ্ল্যামার জগতে পা রেখেছেন। আবার তাঁরাই পরবর্তীকালে সিরিয়ালের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। আজ এমনই কিছু অভিনেতার নাম তুলে ধরা হল আপনাদের কাছে।
এই তালিকায় প্রথমেই আছেন আদৃত রায় (Adrit Roy)।
আদৃত রায় (Adrit Roy): রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘নুরজাহান’ ছবির মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন আদৃত । এরপর ‘প্রেম আমার ২’, ‘পাসওয়ার্ড’ এবং শুভশ্রী গাঙ্গুলির বিপরিতে ‘পরিণীতা’ ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শক মহলকে। তবে তিনি জনপ্রিয়তা পান জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকটির দৌলতে। আজও সকলে তাঁকে ‘উচ্ছে বাবু’ নামে মনে রেখেছেন।
গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) : টলিউডের মহানায়ক উত্তম কুমারের নাতি গৌরব। ছোটো থেকেই অভিনয় রয়েছে তাঁর রক্তে। ২০০৬ সালে তিনি ‘ভালোবাসার অনেক নাম’ সিনেমা দিয়ে টলিউডে প্রবেশ করেছিলেন। এরপর আরও বেশ কিছু ছবি করেন। কিন্তু সিরিয়াল থেকে তাঁর জনপ্রিয়তা ওঠে তুঙ্গে। ‘দুর্গা’, ‘বধূবরণ’, ‘করুণাময়ী রানী রাসমণি’, ‘গাঁটছড়া’ সিরিয়ালের মত একাধিক সিরিয়ালে তাঁর অভিনয় দক্ষতা তাঁক লাগিয়েছে গোটা দর্শক মহলে।
সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya) : অভিনেতা সাহেব ভট্টাচার্যও রয়েছেন এই তালিকাতে। সব্যসাচী চক্রবর্তী অভিনীত ‘ফেলুদা’ সিরিজের তোপসে তিনি। ‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘ডাবল ফেলুদা’, ‘গোরস্থানে সাবধান’ এর মত বেশ কিছু জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন তিনি। তবে বর্তমানে স্টার জলসা চ্যানেলের ‘কথা’ সিরিয়ালে সুস্মিতা দে-র সঙ্গে সাহেবের জুটি বেশ পছন্দ করছেন দর্শকরা।