ওটিটি প্ল্যাটফর্মে মহালয়ার অনুষ্ঠান ! উমা রূপে আসছে কোন বাঙালি অভিনেত্রী ?
আমরা সাধারণত টেলিপর্দায় মহালয়ার অনুষ্ঠানে দেখে থাকি। সময়ের সাথে সাথে আগেই এসেছে নতুনত্বের ছোঁয়া। সেই নতুনত্বকে বজায় রাখতে আরও একধাপ এগিয়ে ভাবা হলো।
আমরা সাধারণত টেলিপর্দায় মহালয়ার অনুষ্ঠানে দেখে থাকি। সময়ের সাথে সাথে আগেই এসেছে নতুনত্বের ছোঁয়া। সেই নতুনত্বকে বজায় রাখতে আরও একধাপ এগিয়ে ভাবা হলো। সংশ্লিষ্ট 'মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানটি ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার সিরিজের আকারে দেখানো হবে এবং উমার রূপে রাজনন্দিনী পালকে (Rajnandini Paul) দেখা যাবে
বর্তমানে বাঙালির 'ঘরের মেয়ে' রাজনন্দিনীর উমা রূপে লুকটি প্রকাশ্যে এলে হইচই পড়ে যায় ! সাধারণত অভিনেত্রী ওটিটি চ্যানেলের একাধিক সিরিজে নজর কেড়েছেন। তবে এবার দুর্গতিনাশিনীর হিসেবে অভিনয় করার জন্যও তাঁকেই বেছে নিয়েছে হইচই। তবে এই প্রথমবার মা দুর্গার অসুর বধের বর্ণনা নিয়ে সিরিজের মোড়কে আসছে মহালয়া।
সুকল্যাণ ভট্টাচার্য এবার হইচই-এর ‘দুর্গা’ রাজনন্দিনী পালকে কোরিওগ্রাফি করেছেন।তবে তাঁদের হাত ধরে মহালয়াকে নতুন মোড়কে দেখলেও সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের মতো ধ্রুপদী নাচে পটিয়সী একজন শিল্পীই মা দুর্গার ভূমিকায় আপামর দর্শকদের কাছে প্রথম পছন্দ। আজও তা বদলায়নি।এর আগে দেবশ্রী রায়, ইন্দ্রাণী হালদার, কোয়েল মল্লিক, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো অভিনেত্রীরাও মহামায়ারূপে টেলিপর্দায় ধরা দিয়েছেন । বর্তমানে সিনে-স্টারদের দুর্গার ভূমিকায় কাস্ট করা হয়। এবার রাজনন্দিনী পালের দুর্গারূপটি মহালয়া সিরিজের মোড়কে চমক দিতে চলেছে "হইচই" ।