আজ এখন নিউজ ডেস্কঃ ফের রাজ্যে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সোমবার অমিত শাহ নদীয়ার কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে করলেন রোড শো। কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র সদর মোড় থেকে শুরু করে প্রায় তিন কিলোমিটার পথ রোড শো করেন অমিত শাহ। সাক্ষী রইলেন অসংখ্য মানুষ। উপস্থিত ছিলেন একাধিক কর্মী সমর্থকরা, পাশাপাশি ছিলেন বিজেপি নেত্রী পাপিয়া অধিকারীসহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা।
এই মুহূর্তে রাজ্যে জোরকদমে চলছে ভোটপ্রচার। প্রত্যেক দল উঠে পড়ে এমন সময় অমিত শাহ এবার কৃষ্ণনগরে। সুসজ্জিত বিশাল গাড়ি করে জনতার দিকে হাত নাড়ালেন রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী। ধুমধাম করে বাজলো ঢাক। হাজার-হাজার মানুষের ভিড়ে উঠে এল জয় শ্রী রাম ধ্বনি। শাহ বলেন "বিজেপির রাজ্যে অনুপ্রবেশের হুমকির অবসান ঘটাবে। টিএমসি কখনোই এটা থামাতে পারবে না। আমি আপনাদের সকলকে অনুরোধ করব এই আসন থেকে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত করতে। এত বিশাল জনসমাগম ও জনসমর্থন দেখে আমি কৃষ্ণনগরে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।"
এর আগেও রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর পদার্পন ঘটেছে। বিজেপি 2019 সালে নির্বাচনী এলাকায় দ্বিতীয় অবস্থানে ছিল এবং টিএমসির মহুয়া মৈত্র আসনটি জিতেছিল, যাকে গত বছর লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল। এবারও তাঁকে একেই আসন থেকে তৃণমূল মনোনয়ন দিয়েছে। বিজেপি কৃষ্ণনগর রাজপরিবারের রাজমাতা অমৃতা রায়কে প্রার্থী করেছে, যার প্রার্থীরা নির্বাচনী ময়দানে রাজকীয়তার আভাস মিলেছে। রোডশো চলাকালীন অমৃতা রায়কেও জনতার দিকে হাত নাড়তে দেখা গেছে।