ভিন রাজ্য থেকে পড়তে আসা বিশ্বভারতী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু! রহস্য মৃত্যু নিয়ে চাঞ্চল্য!
আরজি কর (RG kar) মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসক ধর্ষণ খুন ঘটনার মাঝে বিশ্বভারতীতে পড়তে আসা উত্তর প্রদেশের (uttar pradesh) ছাত্রীর ও রহস্য মৃত্যুকে ঘিরে শুরু হল চাঞ্চল্য। উত্তর প্রদেশ থেকে পড়তে আসা বিশ্বভারতীর শিল্প সদনের ডিজাইনার বিভাগের তৃতীয় বছরের ছাত্রীর ছাত্রী নিবাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। নাম অনামিকা সিং।
আরজি কর (RG kar) মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসক ধর্ষণ খুন ঘটনার মাঝে বিশ্বভারতীতে পড়তে আসা উত্তর প্রদেশের (uttar pradesh) ছাত্রীর ও রহস্য মৃত্যুকে ঘিরে শুরু হল চাঞ্চল্য। উত্তর প্রদেশ থেকে পড়তে আসা বিশ্বভারতীর শিল্প সদনের ডিজাইনার বিভাগের তৃতীয় বছরের ছাত্রীর ছাত্রী নিবাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। নাম অনামিকা সিং। ছাত্রী নিবাস কর্তৃপক্ষের তরফ থেকে বিশ্বভারতীর নিজস্ব হাসপাতাল পিয়ারসন মেমোরিয়ালে তাঁকে ভর্তি করা হয়। এরপর ওই ছাত্রীর অবস্থার অবনতি দেখে স্থানান্তরিত করা হয় বোলপুর সিয়ান সুপার স্পেশালিটি হাসপাতালে। বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় সাতটা চল্লিশ মিনিট। বোলপুর সিয়ান হাসপাতালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে বিশ্বভারতী শিল্পসদনের ওই ছাত্রীকে।