এবার কংগ্রেসের মঞ্চে প্রথম দেখা যাবে নজফগড়ের নবাব কে! প্রার্থীর সমর্থনে প্রচারে বীরেন্দ্র শেহওয়াগ
অতীতে কংগ্রেসের সঙ্গে শেহওয়াগের মতের অমিল দেখা গেছে। তাই বুধবার ভোটের প্রচারে কংগ্রেসের হয়ে বীরেন্দ্র শেহওয়াগ হরিয়ানার ভিওয়ানি জেলার তোশামে কংগ্রেস প্রার্থী অনিরুদ্ধ চৌধুরীর প্রচারসভায় অংশ নেন শেহওয়াগ। তবে কি এবার কি ভিনেশ ফোগাটের পর তিনিও কি কংগ্রেসের সরাসরি যোগ দিচ্ছেন?
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ৩রা অক্টোবর: অতীতে কংগ্রেসের সঙ্গে শেহওয়াগের মতের অমিল দেখা গেছে। তাই বুধবার ভোটের প্রচারে কংগ্রেসের হয়ে বীরেন্দ্র শেহওয়াগ হরিয়ানার ভিওয়ানি জেলার তোশামে কংগ্রেস প্রার্থী অনিরুদ্ধ চৌধুরীর প্রচারসভায় অংশ নেন শেহওয়াগ। তবে কি এবার কি ভিনেশ ফোগাটের পর তিনিও কি কংগ্রেসের সরাসরি যোগ দিচ্ছেন?এখনো পর্যন্ত সেই সম্ভাবনা তো দেখা যাচ্ছে না তবে সরাসরি কংগ্রেসের মঞ্চে প্রথমবার দেখা গেল 'নজফগড়ের নবাব'কে।
বহুবার হিন্দুত্ববাদের পক্ষে কথা বলতে শোনা গেছে শেহওয়াগের। তাদের মধ্যে মতাদর্শের পার্থক্য কয়েকবার প্রকাশ্যে এসেছে। তবে শেষ বেলায় বেশ চমকপ্রদভাবেই হরিয়ানার ভোটের জন্য কংগ্রেসের প্রার্থী হয়ে তাকে প্রচার করতে দেখা গেছে। তবে তিনি সেই দলের হয়ে প্রচার করেননি। তোশাম কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অনিরুদ্ধ চৌধুরী তার পরিচিত। সেই প্রার্থীর সমর্থনেই প্রচার করেন বীরু। তবে শেহওয়াগের আলাদাই জনপ্রিয়তা আছে। সেটা নিঃসন্দেহে কংগ্রেসের কাজে লাগবে।
৪৮ বছরের অনিরুদ্ধের পিতা রণবীর মহেন্দ্র বিসিসিআইয়ের সভাপতি ছিলেন। কংগ্রেসের বিধায়কও হয়েছিলেন তিনি। অনিরুদ্ধের পিতামহ ছিলেন হরিয়ানার কিংবদন্তী জাঠ নেতা প্রয়াত বংশীলাল। ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ অনুগামী বংশীলাল চার বার হরিয়ানার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। তাৎপর্যপূর্ণভাবে বংশীলালের আর এক দৌহিত্রই অনিরুদ্ধ চৌধুরীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী। বংশীলালের ছোট ছেলে সুরেন্দ্র সিংয়ের মেয়ে শ্রুতি চৌধুরী ওই কেন্দ্রে বিজেপির হয়ে লড়ছেন। শ্রুতির মা কিরণ চৌধুরী এই কেন্দ্রে কংগ্রেসের টিকিটে চারবার বিধায়ক হয়েছেন। শ্রুতি নিজেও আগে কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছেন। এবার কংগ্রেস টিকিট দেবে না বুঝতে পেরে বিজেপিতে যোগ দিয়েছেন কিরণ এবং শ্রুতি। মোট কথা তোশামে লড়াইটা বংশীলালের লিগ্যাসি ধরে রাখার। আর সেই লড়াইয়ে কংগ্রেস প্রার্থী অনিরুদ্ধ পেয়ে গেলেন শেহওয়াগের সমর্থন।