অর্জুন সিংয়ের বাড়িকে লক্ষ্য করে ইট, বোমা ও গুলি ! ধৃত ৪
শুক্রবার সকালে চার জন মিলে অর্জুন সিং এর বাড়িতে হামলা চালায়। তিনি হলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সেইখানেই বোমা সহ গুলি চালানোর ঘটনায় জারি ধরপাকড়। এই ঘটনার চারজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয কর্মকার,৫ অক্টোবর: শুক্রবার সকালে চারজন মিলে অর্জুন সিং এর বাড়িতে হামলা চালায়। তিনি হলেন বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সেইখানেই বোমা সহ গুলি চালানোর ঘটনায় জারি ধরপাকড়। এই ঘটনার চারজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এবং তাদেরকে শনিবার বারাকপুর আদালতে তোলা হবে। ধৃতদের সঙ্গে কোন রাজনৈতিক যোগাযোগ আছে কিনা তা এখনো জানা যায়নি। এবং তাদের পরিচয় সামনে আসেন নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোমার স্পিন্টার তাঁর পায়ে লাগে বলেই অভিযোগ। জগদ্দলের মোড়ে মোড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অর্জুন সিং জানান যে তৃণমূল নেতা অমিত সেন এবং তার দল বলে এই কাজ করেছে বলে জানিয়েছে। এবং তিনি বলেন ২০ থেকে ২৫ জন পুলিশ কর্মী থাকার পরেও তাদের সঙ্গে কিভাবে বোমা হয়। হামলাকারীরা পুলিশকর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি করে। এবং অর্জুন নমিতের সঙ্গে এনআইএ মামলার কয়েকজন আসামিও আমার বাড়িতে হামলা চালায়।”
যদিও জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম সেই অভিযোগ খারিজ করে দেন। তাঁর দাবি, “অর্জুন নিজে গুলি ছুড়েছেন। ওঁর লোকেরা পিছন থেকে বোমা ছুড়েছে। হয়তো সেই বোমাতেই আঘাত পেয়েছেন। অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। তাই মরিয়া হয়ে এ সব করছেন। আর কখনও নমিত সিং, কখনও সোমনাথ শ্যামের উপর দায় চাপাচ্ছেন।” এই ঘটনার পর চব্বিশ ঘণ্টা কেটে গেলেও থমথমে জগদ্দল। পুলিশ এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করেছে।