গদা কাঁধে নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের
গদা কাঁধে নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলীপ ঘোষের
পাঁচ বছরের জন্য এখানে এসেছি। যারা ঝামেলার সৃষ্টি করছেন তারা এখন থেকেই সাবধান হয়ে যান। না হলে চার জুনের পর হিসাব হবে। গদা নিয়ে কাউকে উৎখাত করতে হয় না দেখলেই উৎখাত হয়ে যায়। সাতসকালে কাঁধে গদা নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূলকে এমনই হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার হনুমান জয়ন্তীর দিন দুর্গাপুরের ইস্পাত নগরীর বি-জোন বয়েজ ক্লাবের মাঠে প্রাত: ভ্রমণে আসেন তিনি। সেখানেই দলীয় কর্মীদের দেওয়া গদা কাঁধে নিয়ে প্রাত:ভ্রমণ করেন। মহিলাদের সাথে আলাপচারিতা করেন। তাদের সমস্যার কথা শোনেন। যুবকদের সাথে ক্রিকেট এবং ফুটবলও খেলেন। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে আক্রমণ করে বলেন,"যারা সারা দেশের সন্ত্রাসবাদকে জায়গা দিয়েছে। সন্ত্রাসবাদীদের নিয়ে যারা ঘুরে বেড়ায়, শাজাহানের মত সন্ত্রাসবাদীকে কে পুষেছে? তাঁদেরকে কে মারবে? এই প্রশ্ন তুলে বলেন নির্বাচনের আর কোন কিছু নেই এখন প্রাণের ভয় তাই পুলিশকে ফিট করেছে।