নৈহাটির বড় মাকে দেখতে গিয়ে দুর্ভোগ! ভীর এডাতে স্টেশন নিয়ে বড়সড় পদক্ষেপ

আজ কালীপুজোর দিনে প্রত্যেকটা দর্শনার্থী বীর জমাচ্ছে মন্দিরে। প্রত্যেক বছরের মতন এ বছরও দূর দূরান্ত থেকে মানুষ শুধুমাত্র একবার বড়মা মাকে দেখার জন্য আসেন। তবে এখনকার অন্যান্য কালীপুজো গুলো বেশ জনপ্রিয়। যা আগাগোড়াই বহু দর্শনার্থীতে টানে। নৈহাটি স্টেশনেও বেশ ভিড় হয়। তবে রেল কর্তৃপক্ষ এইবার ভিড়ের আশঙ্কা এবছর নিল আজ বড় সিদ্ধান্ত।

নৈহাটির বড় মাকে দেখতে গিয়ে দুর্ভোগ! ভীর এডাতে স্টেশন নিয়ে বড়সড় পদক্ষেপ

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৩১অক্টোবর: আমরা সবাই জানি নৈহাটির বড় মা কতটাই জাগ্রত। তাই আজ কালীপুজোর দিনে প্রত্যেকটা দর্শনার্থী বীর জমাচ্ছে মন্দিরে। প্রত্যেক বছরের মতন এ বছরও দূর দূরান্ত থেকে মানুষ শুধুমাত্র একবার বড়মা মাকে দেখার জন্য আসেন। তবে এখনকার অন্যান্য কালীপুজো গুলো বেশ জনপ্রিয়। যা আগাগোড়াই বহু দর্শনার্থীতে টানে। নৈহাটি স্টেশনেও বেশ ভিড় হয়। তবে রেল কর্তৃপক্ষ এইবার ভিড়ের আশঙ্কা এবছর নিল আজ বড় সিদ্ধান্ত। ভিড়ের সময় ১ নম্বর প্ল‌্যাটফর্মে ট্রেন ঢোকা বন্ধ রাখবে রেল।  

রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, আগামী ৩ তারিখ পর্যন্ত সমস্ত রেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে টানা তিন দিন পর্যন্ত ওই প্লাটফর্ম গুলিতে নৈহাটি লোকাল ঢুকবে না। রেল ব্যবস্থা সুন্দর পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে। তারা আরো জানিয়েছে যে, যাত্রীদের নিরাপত্তার জন্য এমন ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। দীপাবলি বা কালীপুজোর দিনগুলিতে এত পরিমাণে ভিড় হয় যে তারা ভিড় সামলাতে পারেন না। সম্প্রতি বান্দ্রা স্টেশনে ভিড়ের চাপে পদপিষ্ঠ হওয়ার ঘটনার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে স্টেশনগুলোতে।

রেল সূত্রে খবর মিলেছে, ভিড় ঠেকাতে প্ল‌্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি হাওড়া, শিয়ালদহ ও কলকাতা স্টেশনে ‘কিউ’ করে যাত্রীদের ট্রেনে তোলার ব‌্যবস্থা হয়েছে। ১ নং প্ল্যাটফর্মের বদলে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। প্ল্যাটফর্মে ওঠা ও নামার ক্ষেত্রেও কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রবেশের জন্য টিকিট কাউন্টার ও দক্ষিণের আন্ডারপাস ব্যবহার করা হবে।