২৩ কোটির মানহানির মামলা করেছেন দুশোরও বেশি পরিচালক!
স্বরূপ বিশ্বাসকে সম্মানহানি অভিযোগে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া ২০০ জন এর বেশি পরিচালক মানহানি মামলা করেছে।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৯ অক্টোবর: স্বরূপ বিশ্বাসকে সম্মানহানি অভিযোগে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া ২০০ জন এর বেশি পরিচালক মানহানি মামলা করেছে। খবর সূত্রে জানা গিয়েছে, এই পরিচালকের বিরুদ্ধে টলিউডে ৬০ শতাংশ যৌন হেনস্তার অভিযোগ রয়েছে।ফেডারেশন সভাপতির এমন মন্তব্যের জেরেই এই মামলা বলে খবর।
সিনেমা জগতের টলিউড ইন্ডাস্ট্রিতে হেনস্টার অভিযোগ অনেকবারই উঠেছে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)। অশালীন-অনৈতিক আচরণ, যৌন হেনস্থা এইগুলোর বিরুদ্ধে ঢুকতে অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীদের রক্ষাকবচ হিসেবে কমিটি তৈরি করে 'সুরক্ষা বন্ধু'। এই বিষয়ে স্বরূপ বিশ্বাস বলেছেন, "অভিযোগকে যদি শতাংশে আনা হয়। তাহলে বলব, ৪০ শতাংশ যৌন হেনস্তার অভিযোগ এসেছে প্রযোজকদের বিরুদ্ধে। আর ৬০ শতাংশ অভিযোগ রয়েছে পরিচালক এবং পরিচালক থেকে প্রযোজক হয়েছে এমন ব্যক্তির বিরুদ্ধে।"
মামলাটি কোনও সংগঠনের পক্ষ থেকে নয় বরং পরিচালকরা একজোট হয়ে ব্যক্তিগত স্তরেই করেছেন, সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে একথাই জানিয়েছেন পরিচালক তথা ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুব্রত সেন। এর আগে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সংবাদ প্রতিদিন ডিজিটালকে পরমব্রত চট্টোপাধ্যায় বলেছিলেন, “যৌন হেনস্তার মতো ঘৃণ্য অপরাধ, সেটা যে বিভাগের যেই করুক না কেন, সেটা টেকনিশিয়ানদের মধ্যে কেউ হোক, অভিনেতাদের মধ্যে কেউ হোক, পরিচালক-প্রযোজকদের মধ্যে কেউ হোক অথবা সঙ্গীত পরিচালক থেকে এগজিবিটর যেই হোক না কেন তাকে আড়াল না করে সামনে আনা হোক। তার উপযুক্ত ব্যবস্থা অবশ্যই কাম্য। কিন্তু সেটার জন্য আপনি হঠাৎ করে একটি গোষ্ঠীকে যাঁরা তাঁদের কাজের মাধ্যমে ইন্ডাস্ট্রির নাম উজ্জ্বল করেন, তাঁদের অপমান করছেন কী করে?”