রাজ্যে ফের গণপিটুনি!চুরি করতে এসে হাতেনাতে ধরা
এলাকাবাসীরা বলেন, পাড়াতে বেশ কয়েকদিন ধরে চোরের উপদ্রব খুব বেড়েছে। একের পর এক বাড়িতে চুরির ঘটনা প্রায় হয়েই চলেছে। তখনই এলাকাবাসীরা অত্যন্ত রাগে ছেলেটিকে গণধোলাই দিতে শুরু করে। খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২০ অক্টোবর: রবিবার দুপুর বেলায় চোরকে হাতেনাতে ধরা হয়েছে চুরি করতে গিয়ে। এবং সেখানেই তার উপর এলাকাবাসীরা চড়াও হয়। পুলিশ এসে ছেলেদের হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হয়নি। পুলিশ ওই ঘটনাকে কেন্দ্র করে কাউকে গ্রেফতার বা আটকাইনি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম করিম শেখ। তার বাড়ি ফারাক্কা ব্লকের মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের মধ্যে। আর তার বয়স ২৭ বছর। ছেলেটি পেশায় দিনমজুর ছিল। এলাকাবাসীরা বলেন, পাড়াতে বেশ কয়েকদিন ধরে চোরের উপদ্রব খুব বেড়েছে। একের পর এক বাড়িতে চুরির ঘটনা প্রায় হয়েই চলেছে। তখনই এলাকাবাসীরা অত্যন্ত রাগে ছেলেটিকে গণধোলাই দিতে শুরু করে। খবর পেয়ে ফারাক্কা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। গ্রামবাসীদের হাত থেকে যুবকটি উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর।
মৃত যুবকের পরিবারের দাবি, করিম যদি চুরিও করে, তার পরেও স্হানীয় বাসিন্দাদের আইন নিজের হাতে তুলে নিয়ে ওকে পিটিয়ে খুন করা উচিত হয়নি। তাঁদের উচিত ছিল অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা। পরে পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবিষয়ে এখনও পর্যন্ত ফরাক্কা থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি মৃত যুবকের পরিবার। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে ঘটনার তদন্ত শুরু করেছে।