ইএসআই হাসপাতালের আগুনে রোগীদের মৃত্যু! খবর পেয়েই ঘটনাস্থলে যান মন্ত্রী সুজিত বসু

আজ সকালে শিয়ালদহ ইএসআই হাসপাতালে ঘটে গেছে এক বিশাল বিধ্বংসী ঘটনা। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ ছাড়া হাসপাতাল ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের দশটি ইঞ্জিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয়।

ইএসআই হাসপাতালের আগুনে রোগীদের মৃত্যু! খবর পেয়েই ঘটনাস্থলে যান মন্ত্রী সুজিত বসু

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ১৮ই অক্টোবর: আজ সকালে শিয়ালদহ ইএসআই হাসপাতালে ঘটে গেছে এক বিশাল বিধ্বংসী ঘটনা। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ ছাড়া হাসপাতাল ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের দশটি ইঞ্জিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয়। খুবই তাড়াহুড়ায় হাসপাতালের যুদ্ধকালীন রোগীদের উদ্ধার করা হয়। এই অগ্নিকাণ্ডে একজন বৃদ্ধ তার প্রাণ হারায়। বৃদ্ধের পরিবারের দাবি, আগুনের ধোয়াতে তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে তরফ থেকে এমন কিছুই জানায় নি।

শুক্রবার সকালের এই খবর শুনে ভোর পৌনে পাঁচটা নাগাদ মন্ত্রী সুজিত বসু ঘটনার স্থলে পৌঁছান। নিরাপত্তারক্ষীরা আচমকা হাসপাতালের দোতলার পুরুষ সার্জিক্যাল বিভাগ থেকে ধোঁয়া বেরতে দেখেন। এবং সত্যর এই বিষয়টি কর্তৃপক্ষের কাছে জানানো হয়। আর দমকলেও খবর দেওয়া হয়। আস্তে আস্তে দশটি করে ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। প্রথমে তো ৮০ জনকে নিরাপদে সরিয়ে আনা হয়। বেশ কয়েকজনকে পাঠানো হয় মানিকতলা ইএসআই হাসপাতালে। এবং বাকিদের আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন আয়ত্তে আসার কাজ। এবং সব জায়গায় খতিয়ে দেখার ব্যবস্থা চালু হয়। এবং তারা দল কর্মীদের সঙ্গেও কথা বলেন। এই অগ্নিকাণ্ড কিভাবে হলো তা এখনো জানা যায়নি। 

এক মহিলার দাবি, এদিনের অগ্নিকাণ্ডের জেরে হাসপাতালে ভর্তি থাকা তাঁর বাবার মৃত্যু হয়েছে। তিনি জানান, ক্যানসার আক্রান্ত ছিলেন ওই বৃদ্ধ। এদিনের ধোঁয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। যদিও হাসপাতাল বিষয়টি নিশ্চিত করেনি।