চাকরিক্ষেত্র থেকে শুরু করে লেখাপড়া! একটি মাত্র এলাচেই হবে বাজিমাত
এলাচ (cardamom) সব বাড়িতেই ব্যবহার হয়। তবে জানেন কি এই এলাচ দিয়েই হতে পারে বহু কার্যসিদ্ধি। চাকরিক্ষেত্রে উন্নতি, লেখাপড়ায় উন্নতি, যে কোনও কাজে সাফল্য পেতে এই এলাচ বিশেষ কার্যকরী। হার্ড ওয়ার্কের পরেও জীবনে সাফল্য আসছে না? তবে এন্থেকেই পালন করতে পারেন এই টোটকা। একটি এলাচ পরিষ্কার সবুজ কাপড়ে মুড়িয়ে রাতে শোওয়ার সময় বালিশের নীচে রাখুন। পরদিন সেই এলাচ কাউকে খাইয়ে দিন।
আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, 17 অক্টোবর: এলাচ (cardamom) সব বাড়িতেই ব্যবহার হয়। তবে জানেন কি এই এলাচ দিয়েই হতে পারে বহু কার্যসিদ্ধি। চাকরিক্ষেত্রে উন্নতি, লেখাপড়ায় উন্নতি, যে কোনও কাজে সাফল্য পেতে এই এলাচ বিশেষ কার্যকরী। হার্ড ওয়ার্কের পরেও জীবনে সাফল্য আসছে না? তবে এন্থেকেই পালন করতে পারেন এই টোটকা। একটি এলাচ পরিষ্কার সবুজ কাপড়ে মুড়িয়ে রাতে শোওয়ার সময় বালিশের নীচে রাখুন। পরদিন সেই এলাচ কাউকে খাইয়ে দিন।
1) বিয়ের ক্ষেত্রে সমস্যা? তাহলে বৃহস্পতিবার সূর্যাস্তের আগে একটা বটপাতায় পাঁচ রকমের মিষ্টি ও দুটি এলাচ কোনও অশ্বত্থ গাছে নিবেদন করে প্রার্থনা করুন। এতে বিয়ের ক্ষেত্রে সমস্যা এবং বাঁধা কেটে যায়।
2) কোনও শুভ কাজে যাওয়ার আগে মুখে তিনটি এলাচ দিয়ে শ্রী শ্রী জপ করুন। এতে যে কাজে যাচ্ছেন সেই কাজে সফল হবেন।
3) যদি জীবনে সব কাজেই বাধার মুখে পড়েন, তাহলে কোনও জরুরি কাজে যাওয়ার আগে তিনটি এলাচ মুখে দিয়ে শ্রী শ্রী জপ করুন। এর ফলে আপনার সব কাজ সবজে সম্পন্ন হবে।
4) হাতে টাকা এলেও তা কোনও না কোনও ভাবে খরচ হয়েই যাচ্ছে? তবে, তিনটি এলাচ নিজের পার্সে রেখে দিন। এতে আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে।
5) লেখাপড়ায় উন্নতির জন্য কয়েকটা এলাচ দুধে ফুটিয়ে তা কাউকে দান করুন। তবে পরিবারের কাউকে দিলে চলবে না।