ব্যারাকপুরের এক তরুণীকে শ্বাসরোধ করে 'খুন'! নেপথ্যে কার হাত?

ব্যারাকপুরের ডি রোডের আনন্দপুরী এলাকায় মায়ের বিরুদ্ধে মেয়েকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে সারা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ব্যারাকপুরের এক তরুণীকে শ্বাসরোধ করে 'খুন'! নেপথ্যে কার হাত?

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৬ অক্টোবর: ব্যারাকপুরের ডি রোডের আনন্দপুরী এলাকায় মায়ের বিরুদ্ধে মেয়েকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে সারা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মেয়েটির নাম রাজন্যা ঘোষ তার বয়স ১২ বছর। বাবা ইন্দ্রজিৎ ঘোষ। এবং বাবার অভিযোগের ভিত্তিতে মাকে গ্রেফতার করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কাল টানা বৃষ্টির কারণে পরিবারের তিনজনই (মা, মেয়ে এবং বাবা) বাড়িতেই ছিলেন। বাবা পাশের ঘরে ছিল এবং মা আর মেয়ে একঘরেই ছিল। বিকেল বেলায় ঘুম থেকে ওঠার পর মেয়েটির বাবা তার স্ত্রী ও মেয়েটিকে পাশের ঘরে গিয়ে ডাকাডাকি শুরু করে। মেয়ে ও মা যে ঘরে ছিল সেই দরজাটি ভেতর থেকে দেওয়ার কারণে তিনি বাইরে থেকে দরজা খুলতেও পারছিলেন না। তাই দুশ্চিন্তা বাড়লে ইন্দ্রজিৎবাবু প্রতিবেশী-সহ টিটাগড় থানায় খবর দেন।

মৃত্যুর কারণ হিসাবে শ্বাসরোধ করে খুন বলেই জানতে পারেন তদন্তকারীরা। স্বাভাবিকভাবেই দরজা ভিতর থেকে বন্ধ থাকায় স্ত্রীর বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেন স্বামী। এর পর রাতেই কবিতাকে টিটাগড় থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয় বলেই পুলিশ সূত্রে খবর। ধৃত কবিতা মানসিকভাবে অসুস্থ বলেই স্থানীয় সূত্রে খবর। এদিন রাতে ওই বাড়িতে গিয়েছিলেন বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস। তিনি জানান, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় মায়ের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে শুনেছি। পুলিশ তদন্ত করছে।