বিরোধী দলনেতা শুভেন্দুকে খুনের ষড়যন্ত্র! বিস্ফোরক মন্তব্য অর্জুনের
ভাটপাড়া পুরসভায় আর্থিক তছরূপের জন্য অর্জুন সিংকে সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। সেইখানে গিয়ে তিনি শুভেন্দু অধিকারের অভিযোগ আনেন যে, তাকে রাশিয়ার বিষ দিয়ে খুন করার ষড়যন্ত্র করছেন শুভেন্দু অধিকারী।
আজ এখন ডেস্ক,দেবপ্রিয় কর্মকার,১৪ নভেম্বর: ভাটপাড়া পুরসভায় আর্থিক তছরূপের জন্য অর্জুন সিংকে সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছেন। সেইখানে গিয়ে তিনি শুভেন্দু অধিকারের অভিযোগ আনেন যে, তাকে রাশিয়ার বিষ দিয়ে খুন করার ষড়যন্ত্র করছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দিন সকালে এমনটাই খোদ উগরে দিলেন ভাটপাড়ার প্রাক্তন সাংসদ অর্জুন সিং-ই।
সিআইডি অর্জুন সিং কে অনেকদিন আগেই এই তছরুপের কান্ডের অভিযোগে নোটিশ দিয়েছিল। এদিন ভবানী ভবনে সকাল ১১ টার মধ্যে তার পৌঁছানোর কথা ছিল। এবং তিনি সময়ের মধ্যেই পৌঁছে দেন। এবং জগৎদলের বাসভবনে থেকে বেরোনোর সময় এই বিস্ফোরক দাবি করলেন। অর্জুনের দাবি, "তৃণমূলের বিরোধিতা করলেই টার্গেট করা হচ্ছে।" এর পরই খুনের ষড়যন্ত্রের অভিযোগ করলেন তিনি।
ভাটপাড়ার প্রাক্তন সাংসদের কথায়, "অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, মতো আরো চারজন বিজেপি নেতৃত্বকে প্রাণে মেরে ফেলতে চাইছে রাজ্য সরকার। রাশিয়া থেকে একটি রাসায়নিক বিষ জাতীয় জিনিস দিয়ে আমাদের মারার চক্রান্ত করা হচ্ছে।" এর পর তাঁর আরও বিস্ফোরক দাবি,"আজ সিআইডির মুখোমুখি হচ্ছি। যদি আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে আমার মাল্টি অর্গান ফেলিওর হয় তাহলে তার দায় রাজ্য সরকার ও প্রশাসনের।"উল্লেখ্য, আইবির 'থ্রেট পারসেপশন' রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা বৃদ্ধি করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এর পর অর্জুনের এই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।