এসটিএফের জালে ধৃত বিজেপি নেতা! মাদক পাচারচক্রে ধরা

গ্রেফতার হয়েছে বিজেপির এক নেতা এসটিএফ এর হাতে কোটি কোটি টাকার মাদক পাচার করতে গিয়ে। পুলিশ যে মাদক গুলি বাজেয়াপ্ত করেছে তার বাজার মূল্য প্রায় এক কোটি টাকার উপরে।

এসটিএফের জালে ধৃত বিজেপি নেতা! মাদক পাচারচক্রে ধরা

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৪ অক্টোবর: গ্রেফতার হয়েছে বিজেপির এক নেতা এসটিএফ এর হাতে কোটি কোটি টাকার মাদক পাচার করতে গিয়ে। পুলিশ যে মাদক গুলি বাজেয়াপ্ত করেছে তার বাজার মূল্য প্রায় এক কোটি টাকার উপরে। বিজেপিও তৃণমূল রাজনৈতিক ইবাদ উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে। তবে এসটিএফ এর দাবি, বিজেপি নেতা আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের এক গুরুত্বপূর্ণ 'ক্যারিয়ার'।

মঙ্গলবার রাতে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের কাঁকসা থানার পানাগড়ের বিডিও মোড় সংলগ্ন আন্ডার পাশের নিচ শহর সমস্ত জায়গা ঘুরে দেখে ইটলরত পুলিশের সন্দেহ হয়। কাঁকসা থানার পুলিশ জিজ্ঞাসাবাদে জন্য তাঁকে আটকায়। এসটিএফ ততক্ষণে বিশেষ সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তার সঙ্গে কাঁকসা থানার পুলিশ যৌথভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে।

 বুদবুদ থানার শুকডাল গ্রামের বাসিন্দা ছিল ধৃত অজিতকুমার দাস। তিনি বিজেপির বুদবুদ মন্ডলের আহ্বায়ক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি আসানসোলের বাসে চেপে কাঁকসায় আসছিলেন। এবং বাস থেকে নেমে উত্তরবঙ্গে যাওয়ার কথা ভেবেছিল। অজিত কুমার দাসের ব্যাগ তল্লাশি করতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার। তাঁর কাছে দুটি ট্রেনের টিকিটও উদ্ধার করে পুলিশ। এসটিএফ ও কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেপ্তার করে তাঁকে। তাঁর কাছে থাকা একটি বাজারের ব্যাগ থেকে প্রায় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করা হয়। মাদকের পরিমাণ ১ কেজি ১২০ গ্রাম। এদিন ধৃতকে আসানসোল জেলা আদালতে তোলা হলে আদালত ধৃতের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

এই আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা ও এই বিপুল পরিমাণ মাদক ধৃত কোথায় বা কাকে সরবরাহ করতো তা ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করা হবে বলে জানান আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (কাঁকসা) সুমন কুমার জয়সওয়াল। তবে ধৃতের বিজেপি যোগ নিয়ে চরম রাজনৈতিক বিবাদের সৃষ্টি হয়েছে। বছর খানেক আগে ধৃত আগ্নেয়াস্ত্র সমেত বুদবুদ বাজারে গ্রেপ্তার হন পুলিশের হাতে। এই ঘটনা নিয়ে বিজেপির পূর্ব  বর্ধমানের সহ - সভাপতি রমণ শর্মা বলেন, তৃণমূল নেতাও তো হাতির দাঁত পাচার করতে গিয়ে ভিন রাজ্যে গ্রেপ্তার হচ্ছেন। এই রাজ্যে তো আইনের শাসন চলে না শাসকের আইন চলে।" পাল্টা তৃণমূলের গলসি ১ নম্বর ব্লকের সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় জানান, " এই সব আইন তো কেন্দ্রের তৈরি। তো ওনারা ওদের সুবিধা মতোন আইন তৈরি করতে বলুক বিজেপি বা কেন্দ্র সরকারকে।"