মনোজ বার্মার ব্যাপারে জুনিয়র ডাক্তারদের সাবধান করলেন অর্জুন সিং
কলকাতা পুলিশের নতুন সিপি হয়েছেন মনোজ বর্মা। নতুন কমিশনার পেতেই এবার জুনিয়র ডাক্তারদের সতর্ক করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এই মনোজ বর্মাকে নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ শোনা গেল বিজেপি নেতার গলায়। এও জানাতে ভুললেন না, যে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের থেকেও বেশি ভয়ঙ্কর মনোজ বর্মা।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ১৮ই সেপ্টেম্বর: কলকাতা পুলিশের(Kolkata police)নতুন সিপি হয়েছেন মনোজ বর্মা(Manoj Verma)। নতুন কমিশনার পেতেই এবার জুনিয়র ডাক্তারদের(jnior doctor)সতর্ক করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং(Arjun Singh)। এই মনোজ বর্মাকে নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ শোনা গেল বিজেপি নেতার গলায়। এও জানাতে ভুললেন না, যে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের থেকেও বেশি ভয়ঙ্কর মনোজ বর্মা।
অর্জুন বলেন, ‘বিনিত গোয়েলের থেকেও বিপদজনক মনোজ বর্মা। এই মনোজ বর্মা ব্যারাকপুরে চার বছরে থেকে সব ক্রিমিনালদের গুণ্ডা বানিয়েছেন। তাঁরা কেউ কাউন্সিলর হয়েছেন, এমএলএ হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন। এরা মনোজ বর্মার প্রোডাক্ট।’ নতুন সিপি সম্পর্কে পাশাপাশি তাঁর সংযোজন, ‘অদ্ভুত ক্যারেক্টার’এই মনোজন বর্মা। বলে সম্বোধন করে তিনি বলেন, ‘উনি সিপিএম(CPIM)জমানায় তৃণমূলকে খুন করাতেন জঙ্গলমহলে। ২০১৯ সালে ব্যারাকপুরে পুলিশকে দিয়ে দু’জন নিরীহ ছেলেকে গুলি করিয়েছিলেন। তারপর রাত্রিবেলা গুণ্ডা দিয়ে দুই ছেলেকে পিটিয়ে মেরে দিয়েছেন। একজনও গ্রেফতার হয়নি।’ প্রাক্তন সাংসদ এদিন এ প্রশ্নও তোলেন, ‘ব্যারাকপুরকে অপরাধপ্রবণ এলাকা করেছেন মনোজ বর্মা। বিজেপি কর্মী-নেতাদের খুন করায়। ২০২১-এ কতজনকে মনোজ বর্মা মেরেছেন জানেন?’ এরই পাশাপশি বিজেপি নেতা কলকাতা পুলিশের নতুন সিপিকে বিদ্ধ করে জানান, ‘এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় এই মনোজ বর্মাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়েছিলেন। এখন ডাক্তাররা বুঝতে পারবেন। ওদের আন্দোলনকে আমি স্যালুট জানাই। ওরা তো বিনীত গোয়েলের পদত্যাগের দাবি রেখেছিল। কাকে নিয়ে এল?’
এরপরই জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে সাবধানবাণী শোনা গেল অর্জুনের গলায়। বললেন, ‘আমি বলছি সাবধান থাকবেন জুনিয়র ডাক্তাররা। এ ভয়ঙ্কর। বিনীত গোয়েলের থেকেও অতি ভয়ঙ্কর। উনি যা রোড রোলার চালাবেন ভাবতেও পারবেন না। কলকাতার হাসপাতাল থেকে আরও টাকা তোলার জায়গা উঠল। আমরা জানি। সবটাই চোখে দেখা।’