শান্তিপুরেআবারও চুরির ঘটনা! বাড়ি থেকে উধাও হাজার হাজার টাকা

ভর সন্ধ্যায় এই চুরির খবর পেয়ে সারা এলাকায় সরগোল পড়ে যায়। তদন্তে শান্তিপুর থানার পুলিশ ঘটনাটি ঘটেছে শান্তিপুর ব্লকের বেলঘরিয়া গ্ৰাম পঞ্চায়েতের বেলেমাঠ‌ মাঠ লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায়।

শান্তিপুরেআবারও চুরির ঘটনা! বাড়ি থেকে উধাও হাজার হাজার টাকা

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ২৯ শে সেপ্টেম্বর: ভর সন্ধ্যায় এই চুরির খবর পেয়ে সারা এলাকায় সরগোল পড়ে যায়। এবং সারা পাড়া আতঙ্কে  ভরে যায়। তদন্ত করে পুলিশ জানিয়েছে নিয়েছে যে, ঘটনাটি ঘটেছে শান্তিপুর ব্লকের বেলঘরিয়া গ্ৰাম পঞ্চায়েতের বেলেমাঠ‌ মাঠ লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায়। পরিবার সুত্রে খবর বাড়িতে বয়স্ক মানুষ ছিলেন একা । সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ ঘরে ঢুকে দেখে যে কম্পিউটার উলট পালট হয়ে পড়ে রয়েছে। পাশের ঘর উঁকি মারতেই দেখেন আলমারি খোলা ঠিক তখনই সন্দেহ হয়। যে সত্যি চোর এসেছিল। আর ঠিক আলমারি তলার ধাপে কাগজের ভিতরে লুকিয়ে রাখা নগদ তিরিশ হাজার টাকা উধাও। আরো দু হাজার টাকা উপরে উপরে ধাপে রাখা ছিল সেটাও উধাও মোট বত্রিশ হাজার টাকা। পরিবারের অনুমান বাড়ির পাঁচিল টপকে ছাদের সিঁড়ির বেয়ে‌ ঘরে ঢুকে চুরি হয়েছে। তবে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন পরিবারের তরফ থেকে তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ।তবে ঐ বাড়িতে আগে ও চুরি হয়েছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা।