আপনিও কি খুব বুকে ব্যথা সমস্যা ভুগছেন? আসুন দেখে নেওয়া যাক কি কি কারণে এই ব্যথাগুলি হয়ে থাকে
আমাদের আজকালকার এই জেনারেশনে বুকে ব্যথাটা বেশিরভাগ মানুষেরই হয়নি। এমনকি এই ব্যথা ছোট বাচ্চা থেকে বয়স্কদেরও হওয়া থেকে ছাড়ে না। এই বুকে ব্যথাঃ বুকে ব্যথা বলতে আমাদের চেস্ট এর দুইদিকে বা মাঝখানে ব্যথা বুঝি। চলুন দেখে নেওয়া যাক কি কি কারনে এই ব্যথা হয়।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ২৯ শে সেপ্টেম্বর: আমাদের আজকালকার এই জেনারেশনে বুকে ব্যথাটা বেশিরভাগ মানুষেরই হয়নি। এমনকি এই ব্যথা ছোট বাচ্চা থেকে বয়স্কদেরও হওয়া থেকে ছাড়ে না। এই বুকে ব্যথাঃ বুকে ব্যথা বলতে আমাদের চেস্ট এর দুইদিকে বা মাঝখানে ব্যথা বুঝি। চলুন দেখে নেওয়া যাক কি কি কারনে এই ব্যথা হয়।
• বুকে ব্যথার কারণ?
(১) GERD (Gastro Oesophageal reflux diseases) পাকস্থলীর ভিতরের খাবার ও অ্যাসিড যখন পাকস্থলী থেকে Oesophagus এর দিকে regurgigate বা বিপরীত দিকে খাদ্য নালীতে ফিরে আসে তখন অ্যাসিড খাদ্যনালীর আবরণকে নষ্ট করে। ফলে প্রদাহ হয়। একে বলে GERD।
(২) অ্যানজাইনাল পেন (Ischemic Heart Diseases) হৃৎপিন্ডের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে বা রক্ত চলাচল কমে গেলে বুকে ব্যথা অনুভব হয়।
হৃৎপিন্ডের ব্যথা কী রকম? (হার্ট অ্যাটাক)
(১) ব্যথার সূচনা বুকের ঠিক মাঝখানে হয়। ব্যথা ঘাড়ের দিকে, চোয়ালের দিকে, বামদিকের হাতের দিকে shift করে বা সরে যায়।
(২) বুক খুব ভারী ভারী লাগে যেন বুকের ওপর কেউ ভারী ওজন চাপিয়ে রেখেছে।
(৩) দম বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভব হয়।
(৪) সারা শরীরে ঘাম নির্গত হয়।
(৫) হার্টের ব্যথা কোন রকম পরিশ্রম বা ভারী কাজ করলে বেড়ে যায়। আবার বিশ্রাম নিলে কমে যায়।
(৬) হার্টের ব্যথা Sorbitrate (নাইট্রেট) জাতিয় মেডিসিন জিভের তলায় দিলে কমে যায়।
মানে রাখবেন এই ধরণের ব্যথা যদি হয় রোগীকে একটা Ecosprin 325 mg চারটি Deplott 75 mg একটা Statin 80 mg দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব Emergency Cardiac Centre -এ পাঠানো দরকার।
মনে রাখবেন অযথা সময় নষ্ট করবেন না, এই পরিস্থিতিতে এক একটা সেকেন্ড খুবই মূল্যবান। Golden Period বা সুবর্ণ সময়ের মধ্যে হাসপাতালে আসবেন।
Golden Period (সুবর্ণ সময়) কী?
হার্ট অ্যাটাক-এর প্রথম ২ ঘন্টা সময়কে বলে Golden Period। ঐ সময়ের মধ্যে চিকিৎসা শুরু হলে রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি।
• Pneumonia (নিউমোনিয়া):
বুকের বাম দিকে বা ডান দিকে ব্যথা হয় এর সঙ্গে কাশি, জ্বর ও শ্বাস কষ্টও থাকে।
• Costo Chondritis :
পাঁজর ও স্টারনামের সংযোগস্থলে প্রদাহ হলে বুকে ব্যথা হয়। এই ধরণের ব্যথা বুকের ওপর চাপ (Press) দিলে বাড়ে।
পেরিকারডাইটিস:
হৃৎপিন্ডের পর্দার প্রদাহ (Inflamation) হলে বুকে ব্যথা হয়। এর সঙ্গে জ্বর থাকতে পারে।