আটক বিজেপির বিধায়ক, বনধের সর্মথনে পুলিশের জালে বিজেপি কর্মী সমর্থকরা
বীরভূম : পূর্ব ঘোষিত বাংলা বনধ অনুযায়ী বুধবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় বনধকে সফল করতে নামেন বিজেপি কর্মী সমর্থকরা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই দেখা যায় একে একে ধরে ধরে পুলিশ বিজেপি নেতা কর্মীদের আটক অথবা গ্রেফতার করছে। ঠিক সেই রকমই পুলিশের তরফ থেকে বনধের সমর্থনে নামা বিজেপির বিধায়ক অনুপ সাহাকে আটক করা হয় দুবরাজপুরের পোদ্দারবাঁধ মোড় থেকে। অনুপ সাহাকে আটক করার পাশাপাশি আটক করা হয় আরো বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে।
বিজেপি কর্মী সমর্থকরা এদিন রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর পোদ্দারবাঁধ এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ শুরু করেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এবং তাদের টেনে হিঁচড়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় আর তারই সঙ্গে সঙ্গে আটক করা হয় বিধায়ক অনুপ সাহা জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী ও অন্যান্যদের।
অন্যদিক দেখা যায় বিজেপির ডাকা ১২ ঘণ্টার বন্ধের কোনও প্রভাব পড়তে দেখা গেল না বীরভূমে। সকাল থেকেই জনজীবন স্বাভাবিক। বেশিরভাগ দোকানই খোলা। স্বাভাবিক যানচলাচলও।
রামপুরহাট, সিউড়ি , বোলপুর,এলাকায় বিজেপি কর্মীরা বনধের সমর্থনে মিছিল করলে পাল্টা প্রতিরোধ মিছিল করে তৃণমূল।