বামেদের তীব্র কটাক্ষে বিঁধে কুনালের খোচা! কমরেডদের 'অরাজনৈতিক' সভায় হাজির করার চেষ্টা

সেদিন ময়দানে তথা ১২ ই নভেম্বর রাজনীতি মুক্ত করার উদ্দেশ্যে অরাজনৈতিক সভার ডাকা হয়েছিল। তার পেছনে রয়েছে বামপন্থীরাই। তৃণমূল নেতা কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় সরাসরি এমন অভিযোগ করলেন।

বামেদের তীব্র কটাক্ষে বিঁধে কুনালের খোচা! কমরেডদের 'অরাজনৈতিক' সভায় হাজির করার চেষ্টা

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ৯ নভেম্বর: সেদিন ময়দানে তথা ১২ ই নভেম্বর রাজনীতি মুক্ত করার উদ্দেশ্যে অরাজনৈতিক সভার ডাকা হয়েছিল। তার পেছনে রয়েছে বামপন্থীরাই। তৃণমূল নেতা কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় সরাসরি এমন অভিযোগ করলেন। কুনাল ঘোষ আরো বলেন, ওই সভায় তারা লোক ভরাতে নিজেদের লোকজনকে এগিয়ে দিতে চাইছে সিপিএম। এমনকী আলাদা করে সেই সভার প্রস্তুতিও নিচ্ছে বামেরা।

নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে-র সমর্থনে ময়দানের তিন প্রধানের কর্তাদের বিবৃতি নিয়ে জলঘোলা চলছেই। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের কর্তাদের বিবৃতি নিয়ে ইতিমধ্যেই 'গেল গেল' রব তুলে মাঠে নেমে পড়েছে রাজনৈতিক মহলের একাংশ। সোশাল মিডিয়ায় প্রচার, ছোটখাটো প্রতিবাদ কর্মসূচিও চলছে।