ব্যারাকপুর বিজেপির ছিল, ব্যারাকপুর বিজেপির থাকবে,প্রতিক্রিয়া অর্জুনের
ব্যারাকপুর বিজেপির ছিল, ব্যারাকপুর বিজেপির থাকবে,প্রতিক্রিয়া অর্জুনের
ব্যারাকপুর বিজেপির ছিল। ব্যারাকপুর বিজেপির থাকবে। সোমবার মনোনয়ন পত্র দাখিল করার আগে জগদ্দলের মজদুর ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখমুখি হয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন তিনি সকাল ১০-৪৫ মিনিট নাগাদ মজদুর ভবন থেকে বেরিয়ে মন্দিরে পুজো দেন। পুজো শেষে হুড খোলা গাড়িতে চেপে জনসংযোগের মাধ্যমে বারাসাত জেলা শাসক অফিসের উদ্দেশ্যে তিনি রওনা হন। সাংবাদিকদের তিনি বলেন, দেব-দেবীর আশীর্বাদ নিয়েই মনোনয়ন দাখিল করতে যাচ্ছি। দেব-দেবীর কাছে তিনি তৃণমূল নামক অসুর শক্তি নাশের প্রার্থনা করেন। তাঁর ব্যাখ্যা, তৃণমূলের কিছু লোক অসুর হয়ে উঠেছে। তাঁরা মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে।