হাওড়াতে কন্টেইনারের ধাক্কায় আহত ৩ বাইক আরোহী!

হাওড়ার জগৎবল্লভপুরের মাজুতে বৃষ্টির জেরে গাছের বড়ো ডাল কন্টেইনারের উপর ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটলো। বৃহস্পতিবার রাতে এই ঘটনার জেরে কন্টেইনারটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাইকে ধাক্কা মারে। ঘটনায় আহত হন ৩ জন।

হাওড়াতে কন্টেইনারের ধাক্কায় আহত ৩ বাইক আরোহী!

আজ এখন ডেস্ক দেবপ্রিয়া কর্মকার,৪ অক্টোবর: হাওড়ার জগৎবল্লভপুরের মাজুতে বৃষ্টির জেরে গাছের বড়ো ডাল কন্টেইনারের উপর ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটলো। বৃহস্পতিবার রাতে এই ঘটনার জেরে কন্টেইনারটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাইকে ধাক্কা মারে। ঘটনায় আহত হন ৩ জন।জানা গেছে, সন্ধ্যে থেকে ভারি বৃষ্টিতেই গাছের অনেকটা অংশ কন্টেইনারে আটকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এর জেরে বন্ধ হয়ে যায় মুন্সিরহাট-আমতা রোড। 

হাওড়ার জগৎবল্লভপুরের মাজু রেলগেটের সামনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আহতদের নিয়ে যাওয়া হয় আমতা গ্রামীণ হাসপাতালে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী অশোক সিংহ বলেন, বৃষ্টির কারণে রাস্তার পাশে  থাকা একটি গাছ নুয়ে ছিল। সেই সময় আমতা থেকে একটি বড় কন্টেইনার মুন্সিরহাটের দিকে যাচ্ছিল। তখন সেই গাছের ডাল ওই কন্টেইনারে আটকে ভেঙে যায়। ওই সময় মুন্সিরহাট থেকে মাজুগামী ১টি বাইকে থাকা ৩ জন আরোহী দুর্ঘটনার কবলে পড়েন। এই ঘটনায় জখম হন সকলেই। 

এই পরিস্থিতিতে আমতা-মুন্সিরহাট রোড অবরুদ্ধ হয়ে পড়ে। যান চলাচল সাময়িক ব্যাহত হয়। পরে পুলিশ এসে গাছ কাটার ব্যবস্থা করে। এরপর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।