শনিবার অনশনের পর জুনিয়র ডাক্তারদের গনকনভেশন! অনিকেত-দেবাশিসদের 'অপপ্রচার' রোখাই লক্ষ্য
জুনিয়র ডাক্তাররা এতদিন ধরে কর্মবিরতি, অনশন করছিল। তবে শনিবার দিন ডাক্তারদের গণকনভেনশন। এবং সেই সঙ্গে দেবাশীষ হালদার ও অনিকেত মাহাতো করছে পালটা সংগঠন।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,২৬ অক্টোবর:জুনিয়র ডাক্তাররা এতদিন ধরে কর্মবিরতি, অনশন করছিল। তবে শনিবার দিন ডাক্তারদের গণকনভেনশন। এবং সেই সঙ্গে দেবাশীষ হালদার ও অনিকেত মাহাতো করছে পালটা সংগঠন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন এটি হলো জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠনের নাম। এই সংগঠনটি অনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করা হবে শনিবার বিকেলে।
আমরা সবাই জানি গত ৯ আগস্ট আর কি করে মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। সবারই অভিযোগ, ধর্ষণbও খুন করা হয়েছে। ওই ঘটনার পর থেকেই জড়িয়ে ডাক্তারদের অনুসরণ ও কর্ম বিরতি শুরু হয়। এখনো যারা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। ৫০ জনকে সাসপেন্ড করে আসছে কথা হাসপাতালে কর্তৃপক্ষ।অভিযোগ, ধর্ষণ ও খুন করা হয়েছে তাঁকে। মুখ্যমন্ত্রী নবান্ন বৈঠকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে এই বিষয় উষ্মাপ্রকাশ করেছিলেন।
পালটা অভয়া হত্যাকাণ্ড, আর জি করের দুর্নীতি থেকে থ্রেট কালচার, সব বিষয়েই মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেন জুনিয়র ডাক্তাররা। সেখানেই ‘থ্রেট কালচার’-এর জড়িত থাকার অভিযোগে শাস্তিপ্রাপ্ত জুনিয়র ডাক্তারকে ‘নটোরিয়াস ক্রিমিনাল’ বলে আক্রমণ করেছিলেন আন্দোলনকারী ডাক্তার অনিকেত মাহাতো। ওই বৈঠক ঠিক ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা হাই কোর্টের সিদ্ধান্ত আপাতত তাঁদের সাসপেনশন স্থগিত। এবার তাঁরাই 'অপপ্রচার' রুখতে নতুন সংগঠন তৈরি করেছে।