বিপুল সংখ্যক বৈদেশিক মুদ্রা উদ্ধার মৈত্রী এক্সপ্রেসে

বিপুল সংখ্যক বৈদেশিক মুদ্রা উদ্ধার মৈত্রী এক্সপ্রেসে

গেদে, পিয়ালী বোস:-  নদীয়ার গেদে স্টেশনের মৈত্রী এক্সপ্রেস থেকে উদ্ধার হল বৈদেশিক মুদ্রা। জানা যায়,৩২ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানদের কাছে খবর ছিল ওই ট্রেনে করে বৈদেশী মুদ্রা পাচার হচ্ছে। তাই ওই মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি গেদে স্টেশনে ঢোকার পরেই দুই প্যাসেঞ্জারের লাগেজ দেখে সন্দেহ প্রকাশ করা হয়। এবং সন্দেহের দরুন তৎক্ষণাৎ তাদের লাগেজ চেকিং হয়। এবং তারপরেই চেকিংএর দরুন উদ্ধার হয় বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা।সূত্রের খবর ঐ দুই যাত্রীর নাম শঙ্কর কুমার দত্ত ও ওয়ালিদ মেহেন্দি রাসেল। অবশেষে মুদ্রাপাচার কাণ্ডে পুলিশ প্রশাসন তাদেরকে আটক করে এবং অভিযুক্তদের আজ কৃষ্ণনগর আদালতে পাঠানো হয়।