কৃষ্ণও চাইছে বিচার? পাবে কি সেটাই প্রশ্ন
বীরভূম: আরজিকরের নির্মম ঘটনা সকল মানুষের হৃদয় কাঁপিয়ে দিয়েছে। ঘটনার অনেকটা সময় পেরিয়ে গেছে। ধীরে ধীরে এই ঘটনার বিচার চেয়ে আন্দোলন গড়িয়েছে রাজ্য ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে। আর আজ জন্মাষ্টমীর দিনে সিউড়িতে দেখা গেল অন্য ছবি-ছোট ছোট কচিকাঁচারাও কৃষ্ণ সেজে আরজিকরের ঘটনার সঠিক বিচার চাইলেন।
জন্মাষ্টমী উপলক্ষে সিউড়ি পাইপপাড়া সরস্বতী শিশু মন্দিরে স্কুলের পরিচালনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কৃষ্ণ সাজানোর পাশাপাশি ক্ষুদেদের হাতে দেখা গেল পোস্টার, আরজিকরের ঘটনার প্রতিবাদে লেখা "We want justice"I
জানা গেছে, অখিল ভারতীয় সাংস্কৃতিক সংগঠন ও সংস্কার ভারতী প্রতিবছর জন্মাষ্টমীর দিনে ছোট ছোট শিশুদের কৃষ্ণসাজোর প্রতিযোগিতার আয়োজন করে। সেই মতোই এবারও এই প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল সিউড়ি পাইপপাড়া সরস্বতী শিশু মন্দিরে। সংস্থার সম্পাদক সুদীপ কুমার চট্টোপাধ্যায় বলেন, "আজকের এই প্রতিযোগিতার মাঝেই এই আন্দোলনের একটাই উদ্দেশ্য, আরজিকরে যে নির্মম ঘটনা ঘটেছে তার বিচার হোক।"
এখন সকল প্রান্তের মানুষের মনে একটাই প্রশ্ন-এই এত আন্দোলন, বিক্ষোভের মাঝেও আদৌ বিচার হবে তো সঠিক? নিষ্পাপ শিশুদের মনে যেখানে সত্যিই কৃষ্ণ বাস করে, তারাও এবার বিচার চাইল। অন্তত তাঁদের আবেদনে সাড়া দিয়ে যেন আরজিকরের ঘটনার সত্যিকারের বিচার হয়।