বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস, বজায় থাকবে তাপপ্রবাহও

মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভ্যাপসা গরম অনুভূত হবে। গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছবে আগামী দু’দিন। তবে বুধবার থেকে আবহাওয়ার কিছুটা হলেও পরিবর্তন হতে চলেছে। বৃষ্টি হবে কলকাতাতেও।

বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস, বজায় থাকবে তাপপ্রবাহও

নিজস্ব সংবাদদাতা: গরম যেন আর সহ্যই করা যাচ্ছে না। সর্বশেষ আবহাওয়ার রিপোর্ট বলছে, এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা বাড়ল চার ডিগ্রি সেলসিয়াস। চল্লিশের কাছাকাছি কলকাতা। এদকে, দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহেই বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের তরফে। আগামী বুধবার থেকে দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া।


আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভ্যাপসা গরম অনুভূত হবে। গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে পৌঁছবে আগামী দু’দিন। ঘাম প্যাচপ্যাচে গরমে নাজেহাল হবেন শহরবাসী। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে। তাপমাত্রা আরও অন্তত দুই ডিগ্রি বাড়তে পারে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।


তবে বুধবার থেকে আবহাওয়ার কিছুটা হলেও পরিবর্তন হতে চলেছে। বৃষ্টি হবে কলকাতাতেও। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে, তবে তাপপ্রবাহও চলবে।


বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর। মনে করা হচ্ছে, বৃষ্টি হলে তাপমাত্রা খানিকটা কমতে পারে।


অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে বইবে দমকা বাতাস। পার্বত্য এলাকা-সহ পাঁচ জেলা এবং দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার পর্যন্ত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ওই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিংয়েও। এ ছাড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃহস্পতি এবং শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।