জামাইষষ্ঠীতে আকাশছোঁয়া হিমসাগর!

জামাইষষ্ঠী উপলক্ষে মাছ, মাংস, সবজির বাজারে দাম লাফিয়ে বাড়ছে। ফলের বাজারেও যেন হাত দিলে ছ্যাঁকা লাগছে। তবে সব থেকে বেশি দাম যাচ্ছে হিমসাগর আমের। চলতি বছরে গড়পরতা হিমসাগর আম ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সেই আম আকারে অনেকটাই ছোট। স্বাদের রসনাতে কতটা মন ভরাতে পারবে এই আম? সেই প্রশ্ন থাকছেই সকলের মন জুড়ে।

জামাইষষ্ঠীতে আকাশছোঁয়া হিমসাগর!

জেলা সংবাদদাতা, বীরভূম: আমের রাজা হিমসাগর। বাঙালির জামাইষষ্ঠী মানেই পাত পেড়ে দেদার খাওয়া-দাওয়া। আর সেই খাওয়ার পাতে হিমসাগর থাকবে না! তাই কি হয় আবার? কিন্তু মূল্যবৃদ্ধির বাজারে যে আমও ছ্যাঁকা মারছে! হিমসাগর আম এবার যেন ধরাছোঁয়ার বাইরে। শুরু থেকেই চড়া দাম যাচ্ছে আমের। ল্যাঙড়া, ফজলি, গোলাপখাস আমের দাম তো বেড়েই আছে। আমের রাজা হিমসাগরের দামও অনেকটাই বেশি। আর সামনেই বুধবার জামাইষষ্ঠী। সেজন্য দামও একশো টাকা কেজি ছাড়িয়ে গিয়েছে।


জামাইষষ্ঠী উপলক্ষে মাছ, মাংস, সবজির বাজারে দাম লাফিয়ে বাড়ছে। ফলের বাজারেও যেন হাত দিলে ছ্যাঁকা লাগছে। তবে সব থেকে বেশি দাম যাচ্ছে হিমসাগর আমের। চলতি বছরে গড়পরতা হিমসাগর আম ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সেই আম আকারে অনেকটাই ছোট। স্বাদের রসনাতে কতটা মন ভরাতে পারবে এই আম? সেই প্রশ্ন থাকছেই সকলের মন জুড়ে। ভাল হিমসাগর পেতে গেলে খরচ করতে হবে প্রায় ১২০ থেকে ১৩০ টাকা। একটু বর্ধিষ্ণু এলাকায় সেই দামই ১৪০ টাকা হবে কেজি প্রতি।


বুধবার জামাইষষ্ঠী। ফলে হিমসাগর আমের কেজি প্রতি দাম কোথায় গিয়ে দাঁড়াবে? তাই নিয়ে দুর্ভাবনা রয়েছে শ্বশুর-শাশুরী-সহ জামাইয়ের মনে। সাধারণত জামাইরা আম ও অন্যান্য ফল কিনে নিয়ে যান শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ির লোকজনও জামাইদের জন্য আম কেনেন। আর সেখানে প্রথম ও অন্যতম পছন্দের ফল হল হিমসাগর। কিন্তু এবার সেই আমের দাম কোথায় গিয়ে ঠেকবে? সেই প্রশ্নের উত্তর নেই কারওর কাছে।


রামপুরহাট থেকে মালদা ৩ ঘণ্টার জার্নি। মালদা থেকে আম নিয়ে এসে রামপুরহাট বাজারে বিক্রি করা হয়। এই বাজার এলাকাতেও প্রতি কেজি ৮০ টাকার উপর বিক্রি হচ্ছে হিমসাগর। মানিকতলা, বীরভূম শহরের অন্যান্য অঞ্চল, শহরতলি এলাকায় ১০০ টাকার উপরে কেজি চলছে হিমসাগর আমের।


গত বছর অধিকের বেশি ফলন হয়েছিল আমের। ২০ টাকা কেজি নেমে গিয়েছিল হিমসাগর আমের দাম। এবার আমের ফলন একদম তলানিতে। হঠাৎ করে বৃষ্টি নামার কারণে প্রচুর মুকুল নষ্ট হয়ে যায়। মালদহ, মুর্শিদাবাদ জেলায় এবার আমের ফলন একদম তলানিতে। অন্যান্য জেলার আম বাগানগুলিতেও একই ছবি দেখা গিয়েছে। এবার আম খুব একটা বেশি বাজারে দেখতে পাওয়া যাচ্ছে না। আর পাওয়া গেলেও তার দাম এতটাই বেশি যে তা কিনতে ঘাম ছুটছে সাধারণ মানুষের। তবে জামাইষষ্ঠীর অনুষ্ঠান গেলে আমের দাম কিছুটা কমবে। এমনটাই আশা করা হচ্ছে।