Kunal Ghosh-Arjun Singh: কুনাল ঘোষকে অপসারিত করা নিয়ে বিস্ফোরক মন্ত্যব অর্জুন সিং এর
Kunal Ghosh-Arjun Singh: কুনাল ঘোষকে অপসারিত করা নিয়ে বিস্ফোরক মন্ত্যব অর্জুন সিং এর
কুণাল ঘোষকে দলের রাজ্য সম্পাদক পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় তৃণমূল। বুধবার উত্তর কলকাতায় একটি রক্তদান শিবিরে তাঁকে একমঞ্চে দেখা যায় বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি তাপসের প্রশংসা করেন। এরপরেই কুণালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দলের। জগদ্দল বিধানসভার শ্যামনগর বাসুদেবপুর মোড় থেকে তেরঙ্গি মোড় পর্যন্ত পদযাত্রায় যোগ দিয়ে এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, কুনাল ঘোষ সত্যি কথা বলেছে। তাই ওকে অপসারিত করা হয়েছে। সন্দেশখালিতে ফের সিবিআই হানা নিয়ে তাঁর প্রতিক্রিয়া, সন্দেশখালি ক্রিমিনালদের হাব। তাই ওখানে কেন্দ্রীয় এজেন্সি সক্রিয়। এই পদযাত্রায় হাজির ছিলেন ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, বিজেপি নেতা কৌস্তভ বাগচী, প্রিয়াঙ্গু পান্ডে, কুন্দন সিং প্রমুখ।