কেন ঐশ্বরিয়া রাইয়ের বাবা-মায়ের বাড়িতে যাননি অভিষেক বচ্চন? সত্য প্রকাশ্যে আসতেই অবাক মেটিজেনরা
শ্বশুরবাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যাননি অভিষেক বচ্চন(Abhishek Bachchan)। ঐশ্বরিয়া রাই(Aishwarya Rai) এবং আরাধ্যার সাথে পারিবারিক অনুষ্ঠানে যোগ দেননি অভিনেতা। কিন্তু কেন? জানুন আসল সত্যি!
আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, 24 অক্টোবর: বলিউড অভিনেতা অভিষেক বচ্চন (Abhishek Bachchan) এবং জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের(Aishwarya Rai Bachchan) ব্যক্তিগত জীবন নিয়ে তর্ক-বিতর্ক কোনো নতুন প্রসঙ্গ নয়। সমগ্র বলিউড (Bollywood) এই নিয়েই চর্চায় মেতে থাকেন বেশিরভাগ সময়। অভিষেক বচ্চনের ব্যক্তিগত জীবন নিয়ে প্রতিনিয়তই কথা হচ্ছে। ঐশ্বরিয়া রাইয়ের বাবা-মায়ের বাড়িতে আয়োজিত পারিবারিক অনুষ্ঠানে যোগ না দেওয়ায় তাদের ডিভোর্সের খবর আবারও গতি পায়। আশা করেছিল সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অভিষেক বচ্চন। কিন্তু আদতে তা হয়নি। কেন শ্বশুর বাড়িতে পৌঁছাননি অভিনেতা।
আসলে ঐশ্বরিয়া রাইয়ের কাজিনের জন্মদিন ছিল। সেই জন্মদিনের ছবি ভাইরাল হওয়ার পরে, সেখানে অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিনেত্রীর মা, ভাই-বোন, তার সন্তানকে দেখা গেলেও নজরে পড়েননি অভিনেতা। এই নিয়ে লোকজন নানা রকম জল্পনা-কল্পনা শুরু করে। কিন্তু আসল সত্যি হল, তিনি তার অসুস্থ দিদা ইন্দিরা ভাদুড়ির সঙ্গে দেখা করতে ভোপাল গিয়েছিলেন। কারণ তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। সূত্রের খবরে জানা গিয়েছে, অভিষেক বচ্চনের দিদার মেরুদণ্ডে একটি ছোট ফাটল ধরা পড়েছে এবং অভিষেক তাকে দেখতে সেখানে গিয়েছে। অভিনেতা এখনও পর্যন্ত সেখানেই রয়েছেন।
সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, জয়া বচ্চনের (Jaya Bachchan) মা ইন্দিরা দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অতঃপর তার অবস্থা একটু খারাপ হতে শুরু করলে অভিনেতা সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছে তাঁর সঙ্গে দেখা করেন। খবর অনুযায়ী, অভিষেক বচ্চন তার দিদার সঙ্গে দেখা করতে এবং তার যত্ন নিতে গভীর রাতের ফ্লাইটে গিয়েছিলেন। তবে ইন্দিরা ভাদুড়ি এখন ভালো আছেন। তার মেরুদন্ডে সামান্য ফ্র্যাকচার হয়েছে। আশা করা হচ্ছে তিনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন।