ছোট্ট রাহার ঘুম পেলে তার মুখে শুধু একটাই কথা, তখন রণবীর মেয়ের জন্য কি করেন?

আলিয়াকে শনিবার নেটফ্লিক্স শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'(the great Indian Kapil show) দ্বিতীয় সিজনের প্রথম এপিসোডে দেখা গিয়েছিল।তাঁর সঙ্গে ছিলেন করণ জোহর, বেদাং রায়না এবং পরিচালক ভাসান বালা সহ তাঁর আপকামিং ছবি 'জিগরা' টিমের সদস্যরা।

ছোট্ট রাহার ঘুম পেলে তার মুখে শুধু একটাই কথা, তখন রণবীর মেয়ের জন্য কি করেন?

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ২৪সেপ্টেম্বর: আলিয়াকে শনিবার নেটফ্লিক্স শো 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'(the great Indian Kapil show) দ্বিতীয় সিজনের প্রথম এপিসোডে দেখা গিয়েছিল।তাঁর সঙ্গে ছিলেন করণ জোহর, বেদাং রায়না এবং পরিচালক ভাসান বালা সহ তাঁর আপকামিং ছবি 'জিগরা' টিমের সদস্যরা।  

 

 আলিয়া ভাট কাপুর পুত্র রণবীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ২০২২-এ এপ্রিল মাসে । এরপর কোল জুড়ে ৬ নভেম্বর রণবীর-আলিয়ার ঘরে আসে মেয়ে রাহা। তারপর থেকেই মেয়েকে চোখে হারান বাবা রণবীর। কয়েকদিন আগে দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো রণবীরের সঙ্গে তার মেয়েরা রাহার দুষ্টু মিষ্টি বন্ধুত্বের কথা বললেন। আলিয়া বেশিরভাগ সময় কাজের বাইরে মেয়ের সঙ্গেই কাটান তিনি। 

আলিয়া বলেন, মেয়ের জন্য নানান ধরনের খেলা তৈরি করে রণবীর, সবাই উৎসাহী হয়ে জানতে চাইল কেমন সেই সব খেলা?উদাহরণ দিয়ে আলিয়া বলেন, যেমন রণবীর রাহাকে বলে, 'তুমি কি আলমারিতে গিয়ে জামাকাপড় ঘাঁটতে চাও'। রাহা বলবে, 'হ্যাঁ'। তারপরে, ওরা গিয়ে গিয়ে বিভিন্ন জামাকাপড় নিয়ে নানান খেলা খেলবে। হয়তে রাহা একটা বিভিন্ন জামাকাপড় তুলল, তখন রণবীর বলে, 'এটা মখমল, এটা সোয়েড, এটা সুতি'।

সে আরও বলে যে, রাহার সঙ্গে রণবীরের এই বন্ধুত্ব দেখে মনে হয় তাদের বন্ধুত্ব যেন যুগযুগ ধরে চলে আসছে। রাহা আর রণবীর দুইজনেই বাড়িটাকে মাতিয়ে রাখে। আপনি তাঁদের একসঙ্গে দেখলে বিষয়টা আপনাদেরও বেশ ভালোই লাগবে। 

প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে রণবীরকে শেষবার দেখা গিয়েছে অয়ন মুখোপাধ্যায়ের ২০২২ সালের হিট ফ্যান্টাসি ছবি 'ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা'তে। সেই ছবির শ্যুটিং করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েছিলেন আলিয়া ও রণবীর। এরপর ২০২২ সালের এপ্রিলে মুম্বইয়ে নিজেদের বাড়িতেই ছোট্ট, একান্ত পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ে করেন রণবীর-আলিয়া। ওই বছরের নভেম্বরে রাহার বাবা-মা হন তাঁরা। মেয়ের এক বছর বয়স না হওয়ার আগে পর্যন্ত মেয়েকে কোনওভাবেই প্রাকাশ্যে আনেননি রণবীর-আলিয়া।