বাচ্চাদের ঘুমের সমস্যা থেকে শ্বাসকষ্ট আর নানা রোগের কারণ কী? চিকিৎসক পল্লব চট্টোপাধ্যায় জানালেন

শিশুদের(childrens)আমরা বিভিন্ন রকমের ওষুধ খাওয়াই।কিন্তু সঠিক রোগ নির্ণয়ের অভাবে আসল সমস্যাটা থেকেই যায়। এমনটাই মনোরোগ বিশেষজ্ঞদের(specialist) পরামর্শ নেন।

বাচ্চাদের ঘুমের সমস্যা থেকে শ্বাসকষ্ট আর নানা রোগের কারণ কী? চিকিৎসক পল্লব চট্টোপাধ্যায় জানালেন

 আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ১৪ই সেপ্টেম্বর:শিশুদের(childrens)আমরা বিভিন্ন রকমের ওষুধ খাওয়াই।কিন্তু সঠিক রোগ নির্ণয়ের অভাবে আসল সমস্যাটা থেকেই যায়। এমনটাই মনোরোগ বিশেষজ্ঞদের(specialist) পরামর্শ নেন।শিশুদের চিকিৎসার(treatment)ক্ষেত্রে সাধারণ মানুষকে নতুন দিশা দেখাচ্ছে এইচপি ঘোষ হাসপাতাল(hospital)। অভিজ্ঞ চিকিৎসক এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি মেলবন্ধনে উন্নত মানের পরিষেবা প্রদান এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য।

জন্মের পর থেকে অনেক শিশুদের অনেক সমস্যা দেখা যায়। ঘুমের সমস্যা শিশুদের নতুন কোন ব্যাপার না। অনেকে জন্মের পরে না হলেও বড় হলে এই সমস্যা দেখা যায় আবার অনেকে তো সারা রাতে জেগে থাকে ঘুমায় না। রাতে ঘুম হয় না, নাক ডাকছে, মাথা বারবার ঘেমে যায়, শুয়ে ছটফট করে। তারপর হয়তো ভোরের দিকে ঘুমিয়ে পড়ে। এ দিকে পড়াশোনা(study) বা স্কুলে(school )যাওয়ার জন্য আবার একটু পরেই ঘুম থেকে উঠে পড়তে হয়। ফলে শিশুটির যতটা ঘুমের প্রয়োজন, তা হয়ে ওঠে না। এর প্রভাব দেখা যায় দৈনন্দিন জীবনে(daily life)। শিশুরা দুরন্ত হয়ে যায়, বাব-মায়ের কথা শুনতে চায় না, কর্মক্ষমতা কমে যায়।

শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পল্লব চট্টোপাধ্যায় এই বিষয়ে আনন্দবাজার অনলাইনে ,শিশুই ছোটবেলা থেকে শ্বাসকষ্টের সমস্যায় ভোগে। তবে শ্বাসকষ্ট মানেই কিন্তু অ্যাজমা নয় “ছোট বয়সে হাঁপানির কষ্ট হলে অ্যাজমা হওয়ার আশঙ্কা কম থাকে। ছোট বাচ্চাদের পালমোনারি ফাংশন টেস্ট বা অন্যান্য সব পরীক্ষা করা যায় না। শিশুদের তখন অসিলোমেট্রি বা আরও কিছু পরীক্ষা করা প্রয়োজন। সব জায়গায় এই পরীক্ষা করার সুবিধা থাকে না অথবা অনেক খরচসাপেক্ষ হয়। তবে এইচপি ঘোষ হাসপাতালে এই সব পরীক্ষা কম খরচে করা যায়। প্রয়োজনে অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকদেরও সাহায্য পাওয়া যায়। যা সাধারণ মানুষের জন্য বেশ সুবিধাজনক।“