দিন দিন ঠোঁট কালো হয়ে যাচ্ছে? ব্যবহার করুন এই টোটকা

অনেকেই পছন্দ করেন পিঙ্ক ঠোঁট। তবে, স্কিনের তুলনায় ঠোঁটের রং অনেকটাই ডার্ক? তবে চিন্তা নেই গ্লিসারিনের ব্যবহারেই মিলবে উপকার।

দিন দিন ঠোঁট কালো হয়ে যাচ্ছে? ব্যবহার করুন এই টোটকা

আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, 2 অক্টোবর: গরমেও ঠোঁট ফাটছে? এমনকি ঠোঁট আগের থেকে অনেকটাই কালচে হয়ে গিয়েছে? ভাবছেন কি নেবেন ঠোঁটের যত্ন? কিভাবেই বা কমবে কালচে ভাব? তবে আর চিন্তার দরকার নেই। আপনার জন্যী রইল এই টিপস...

ঠোঁট ফাটা বা ঠোঁট কালো হয়ে যাওয়া অন্যন্ত সাধারণ একটা ব্যাপার। এতে ঘাবরে যাওয়ার কিছু নেই। তবে ঠোঁটের বিশেষ যত্ন নিতে ব্যবহার করতে পারেন গ্লিসারিন।

কীভাবে ব্যবহার করবেন?

একটু তুলো নিয়ে নিন। আর তাতে পরিমাণ মত  গ্লিসারিন ঢেলে নিন। এবার গ্লিসারিনে ভেজানো তুলোটা দিয়ে বারবার ঠোঁট মুছতে থাকুন। তবে মনে রাখবেন খুব বেশি ডোলবেন না। খুব হাল্কা করে বারবার মুছুন অন্তত ঘণ্টায় ১০- ১২ বার। প্রয়োজনে গ্লিসারিনে ভেজানো তুলোটা একটা পরিষ্কার জায়গায় হাতের কাছে রেখে দিন। কাজের বা পড়াশোনার ফাঁকে ফাঁকে ব্যবহার করুন। ২-৩ দিন ব্যবহারের পরেই বুঝতে পারবেন কামাল। এতে ঠোঁট ফাটবে  না। ঠোঁটের কালচে ভাব পরিষ্কার হবে। ঠোঁটকে বিশেষভাবে ময়শ্চারাইজ করবে। ফলে এক কাজেই পাবেন অনেক ফল।