এবার মা হতে চলেছেন এই অভিনেত্রী! সবার সাথে ভাগ করে নিলেন তার  বেবি বাম্পের সুন্দর মুহূর্ত

হিন্দি সিরিয়ালের এক খ্যাত অভিনেত্রী হলেন সানা সৈয়দ। MTV Splitsvilla ৮-এর মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর অনেক টিভি শোতে কাজ করেছেন। তিনি 'কুণ্ডলী  ভাগ্য' নামে এই হিন্দি সিরিয়ালটি(TV actress)করতেন। ২০২৪ সালের মে মাসে তার গর্ভাবস্থার কারণে শোটি(show)করা বন্ধ করে দেয়। অভিনেত্রী তাঁর বেবি বাম্প ও তাঁর স্বামীর সঙ্গে খুব সুন্দর ছবি শেয়ার করেছেন।

এবার মা হতে চলেছেন এই অভিনেত্রী! সবার সাথে ভাগ করে নিলেন তার  বেবি বাম্পের সুন্দর মুহূর্ত

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ২১শে সেপ্টেম্বর: হিন্দি সিরিয়ালের এক খ্যাত অভিনেত্রী হলেন সানা সৈয়দ। MTV Splitsvilla ৮-এর মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর অনেক টিভি শোতে কাজ করেছেন। তিনি 'কুণ্ডলী  ভাগ্য' নামে এই হিন্দি সিরিয়ালটি(TV actress)করতেন। ২০২৪ সালের মে মাসে তার গর্ভাবস্থার কারণে শোটি(show)করা বন্ধ করে দেয়। অভিনেত্রী তাঁর বেবি বাম্প ও তাঁর স্বামীর সঙ্গে খুব সুন্দর ছবি শেয়ার করেছেন। অভিনেত্রীর কোল জুড়ে শীঘ্রই তার সন্তান আসতে চলেছে সন্তানআসতে চলেছে(upcoming baby)।

বেবি বাম্পের(baby bump)ছবি শেয়ার করলে ভক্তেরা প্রচুর ভালোবাসার ছড়িয়ে দিয়েছেন।'কুণ্ডলী ভাগ্য' খ্যাত অভিনেত্রী সানা সৈয়দ তার বিয়ের তিন বছর পর মা হতে চলেছেন তিনি। কলেজে বন্ধুত্ব হয় সানা সৈয়দ ও ইমাদ শামসির। তারপর বহু বছর ডেটিংয়ের পর তাঁরা ২০২১ সালে বিয়ে করেন।ইমাদ শামসি একজন ব্যবসায়ী। তিনি সম্প্রতি তাঁর বেবি বাম্পের ছবি তুলে ধরেছেন। অভিনেত্রীর স্বামী ইমাদ শামসিকে(imad Shyamsi)ও দেখা গিয়েছে ছবিতে। সানার ফটোশুটের মনোমুগ্ধকর ছবিকালো রঙের পোশাকে সানা সৈয়দকে খুব সুন্দর দেখাচ্ছে। 

রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে তার এই ছবি। সানা কে দেখা গিয়েছে ক্রিম রঙের পোশাকেও অপূর্ব লুকে। স্পষ্ট বলা যেতে পারে গর্ভাবস্থার আভা তাঁর চোখে মুখে ছড়িয়ে গেছে।ভক্তেরা তাঁর প্রতি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।একটি ছবিতে সানার স্বামীকে তাঁর বেবি বাম্পে কান দিয়ে বাচ্চার হার্টবিট শুনতে দেখা গিয়েছে।সানাকে একটি ছবিতে তাঁর স্বামীকে চুমু খেতেও দেখা যাচ্ছে। স্বামী ইমাদকেও বেবি বাম্পে আদর করতে দেখা গিয়েছে। সানা সৈয়দ ও ইমাদ শামসির এই ছবিগুলো ভক্তদের মন ছুঁয়ে গিয়েছে।