ঘুরতে যেতে মন চাইছে? কিন্তু ঘোরার মত জায়গা পাচ্ছেন না? চলুন বেড়িয়ে আসা যাক নির্জন ছোট্ট পাহাড়ি গ্রাম 'ফিক্কালে গাঁও' থেকে
চারিদিক সবুজ, আর পাহাড়ে ঘেরা এই গ্রাম। সকাল বিকাল কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতেই কেটে যাবে দিন। তার সঙ্গে তো রয়েইছে নানান পাহাড়ি ফুলের বাহার। সব মিলিয়ে কয়েকটা দিন কাটাতে একেবারেই মন্দ লাগবে না।
আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, 5 অক্টোবর: ঘুরতে যেতে কে না ভালবাসে? আর যদি হয় নির্জন ছোট্ট পাহাড়ি গ্রাম তবে তো আর কথাই নেই। আজ আপনাদের জন্য রইল কালিম্পং-এর এমনই এক অফবিট একটি গ্রামের ঠিকানা। এই গ্রামটির নাম ফিক্কালে গাঁও। কালিম্পং থেকে মাত্র ১২ কিলো মিটার দূরেই রয়েছে এই অচেনা পাহাড়ি গ্রাম। তাই শহরের কোলাহল থেকে ছুটি নিয়ে কয়েকটা দিন এখানে ছুটি কাটাতেই পারেন।
চারিদিক সবুজ, আর পাহাড়ে ঘেরা এই গ্রাম। সকাল বিকাল কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতেই কেটে যাবে দিন। তার সঙ্গে তো রয়েইছে নানান পাহাড়ি ফুলের বাহার। সব মিলিয়ে কয়েকটা দিন কাটাতে একেবারেই মন্দ লাগবে না।
কীভাবে আসবেন?
শিলিগুড়ি, নিউজলপাইগুড়ি বা বাগডোগরা থেকে গাড়ি বুক করে চলে আসুন ফিক্কালে গাঁওতে। গাড়ির খরচ কমাতে চাইলে শেয়ার গাড়ি করে চলে আসতে পারেন কালিম্পং স্ট্যান্ডে। আগে থেকে হোমস্টেতে বলে রাখুন গাড়ির জন্য। কালিম্পং স্ট্যান্ডে থেকে হোমস্টের গাড়িতেই চলে আসুন ফিক্কালে গাঁও। হাতে দুই থেকে তিনটে দিনের সময় নিয়ে চলে আসতে পারেন এই নির্জন পাহাড়ি গ্রামে। এখানে এসে বন্ধু- বান্ধব বা পরিবারের সঙ্গে সময় কাটাতে নেহাত মন্দ লাগবে না। গরম কফির কাপে চুমুক দিতে দিতে হোমস্টের বারান্দায় বসে ভিউ দেখতে দেখতে জমে যাবে আড্ডা।
কী কী ঘুরবেন?
পায়ে হেঁটেই ঘুরে দেখে নিতে পারেন গ্রামটি। এছাড়া এই গ্রামে খুব সুন্দর একটি মনেস্ট্রিও রয়েছে। যদি হাতে একটা গোটা দিন সময় থাকে তবে গাড়ি বুক করে ঘুরে আসতে পারেন মর্গান হাউস, দুর্পিন মনাস্ট্রি, রামধুরা ভিউ পয়েন্ট, সিলারিগাও, ইচ্ছেগাও, ক্যাকটাস নার্সারি, ডেলো, লাভা, রিসপ, কোলাখামও।