ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের নাম শীর্ষ আদালতে জমা সিবিআইয়ের
সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই ও রাজ্য সরকার। মুখবন্ধ খামে জমা পড়েছে সেই রিপোর্ট। আর তাতেই রয়েছে সেই সব ব্যক্তির নাম, যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার ৯ সেপ্টেম্বর :সুপ্রিম কোর্টে (supreme court) স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই (CBI) ও রাজ্য সরকার। মুখবন্ধ খামে জমা পড়েছে সেই রিপোর্ট। আর তাতেই রয়েছে, সেই সব ব্যক্তির নাম, যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এদিন শুনানিতে প্রশ্ন ওঠে, ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফ করেছিল কারা, কারা উপস্থিত ছিলেন ময়নাতদন্তের সময়, কারা ঘটনাস্থলে ছিলেন তা নিয়ে। আইনজীবী সেই প্রশ্ন তুলে ছবি দেখাতে চাইলে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, সিবিআই তাদের দেওয়া স্টেটাস রিপোর্টে সেই নাম ও ছবি জমা দিয়েছে। তারপরও আইনজীবী আর্জি জানান, তাঁর হাতে থাকা তিনটি ছবি দেখা হোক। ছবিগুলি প্রধান বিচারপতির হাতে তুলে দেওয়া হোক।
এদিকে এদিন শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রথম পাঁচ ঘণ্টা সবথেকে গুরুত্বপূর্ণ। কিন্তু তারা অসংখ্য লোককে ভেতরে ঢুকতে দিয়েছে। পাঁচ দিন পর যখন আমরা তদন্ত শুরু করেছি তখন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।’ আইনজীবী ফিরোজ এডুলজি দাবি করেন, উত্তরবঙ্গ লবির তিন চিকিৎসক উপস্থিত ছিলেন ময়নাতদন্তের সময়।
প্রধান বিচারপতি জানতে চান, ৯ অগাস্ট ভোর সাড়ে চারটের পর ওই ঘরে কারা প্রবেশ করেছে, সেই সিসিটিভি ফুটেজ সিবিআই-কে দেওয়া হয়েছে কি না সে ব্যাপারেও। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল জানান, সেই ফুটেজ সিবিআইকে দেওয়া হয়েছে। তুষার মেহতা দাবি করেন, সার্চ অপারেশনের ক্ষেত্রে মাত্র ২৭ মিনিটের ফুটেজ সিবিআইকে দেওয়া হয়েছে।