কেষ্টপুরে পথদুর্ঘটনা, মৃত বৃদ্ধ!
সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা কেষ্টপুরে। রাস্তা পেরনোর সময় বৃদ্ধকে পিষে দিল দ্রুতগতিতে আসা লরি। এই ঘটনায় পুলিশ ও স্থানীয় কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধের নাম প্রদীপ রায়। তাঁর বয়স ৬৬ বছর। কেষ্টপুরের সমরপল্লি এলাকার বাসিন্দা তিনি।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ১১ সেপ্টেম্বর : সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা কেষ্টপুরে(Kestpur)। রাস্তা পেরনোর সময় বৃদ্ধকে পিষে দিল দ্রুতগতিতে আসা লরি। এই ঘটনায় পুলিশ ও স্থানীয় কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধের নাম প্রদীপ রায়। তাঁর বয়স ৬৬ বছর। কেষ্টপুরের সমরপল্লি এলাকার বাসিন্দা তিনি। সূত্রের খবর, বুধবার ভোরে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন বৃদ্ধ। সমরপল্লি এলাকায় রাস্তা পেরনোর সময় আচমকা দ্রুতগতিতে আসা একটি লরি পিষে দেয় বৃদ্ধকে। স্থানীয়রা দেখামাত্রই ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় থানার পুলিশ ও কাউন্সিলর। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা।
এদিকে তড়িঘড়ি বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে দুর্ঘটনাস্থলে ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। দীর্ঘক্ষণ পর পুলিশের আশ্বাসে আয়ত্তে আসে পরিস্থিতি।