পুজোর সপ্তাহ জুড়ে বৃষ্টি! মাটি শহরবাসীর আনন্দ
দুর্গাপুজো এবারেও মাটি করে দিতে পারে বৃষ্টি! অন্তত এমনই আশঙ্কার কথা শুনিয়েছে মৌসম ভবন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, সেপ্টেম্বর মাসের শেষের দিকে বৃষ্টি সামান্য কমলেও পরে অক্টোবর মাসের শুরু থেকেই তেড়ে বর্ষণ হতে পারে।
আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, 27 সেপ্টেম্বর: দুর্গাপুজো এবারেও মাটি করে দিতে পারে বৃষ্টি! অন্তত এমনই আশঙ্কার কথা শুনিয়েছে মৌসম ভবন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, সেপ্টেম্বর মাসের শেষের দিকে বৃষ্টি সামান্য কমলেও পরে অক্টোবর মাসের শুরু থেকেই তেড়ে বর্ষণ হতে পারে। ফলে এবারের দুর্গাপুজোয় ঝোড়ো ব্যাটিংয়ের মেজাজে বর্ষণ চলতে পারে বলে আশঙ্কা।
দুর্গাপুজোয় আবহাওয়া কেমন থাকবে- মৌসম ভবনের যা পূর্বাভাস তাতে, এবারের দুর্গাপুজোয় সম্ভবত ছাতা মাথায় দিয়েই ঠাকুর দেখতে হবে! আবহাওয়ার পূর্বাভাস বলছে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বর্ষণের পরিমাণ কমবে। তবে ঠিক মহালয়ার আগের দিন অর্থাৎ ১ অক্টোবর থেকে ঝেঁপে বর্ষণের পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভস অনুযায়ী, গোটা পুজোই মাটি করে দিতে পারে বৃষ্টি।
পুজোর সপ্তাহে বৃষ্টি :
মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত বলেন, ৩ অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গ দুই জায়গাতেই বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হবে, এরপর ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত দুই বঙ্গেই স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত বেশি হবে। তিনি বলেন,'অর্থাৎ দুর্গাপুজোয় সপ্তাহটিতে পশ্চিমবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা।' উল্লেখ্য, চলতি বছরে মহাষষ্ঠী পড়েছে ৯ অক্টোবর। সেদিনই দেবীর বোধন।