কোর কমিটি বৈঠকের আগেই নিরাপত্তা পেলেন কাজল শেখ!

বীরভূমের জেলার সভাপতি কাজল শেখ দ্বিতীয়বারের জন্য কোর কমিটির বৈঠকের আগে নিরাপত্তা বাড়লো। তাকে ওয়াই প্লাস ক্যাটাগরিaa পুলিশ সূত্রে খবর, ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হল তাঁকে।

কোর কমিটি বৈঠকের আগেই নিরাপত্তা পেলেন কাজল শেখ!

আজ এখন ডেস্ক,দেবপ্রিয়া কর্মকার,১২ নভেম্বর: বীরভূমের জেলার সভাপতি কাজল শেখ দ্বিতীয়বারের জন্য কোর কমিটির বৈঠকের আগে নিরাপত্তা বাড়লো। তাকে ওয়াই প্লাস ক্যাটাগরিaa পুলিশ সূত্রে খবর, ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হল তাঁকে। যদিও জেলা পুলিশের দাবি, তাদের কাছে এনিয়ে কোনও চিঠি যায়নি। তবে কাজল শেখ জানান, সোমবার রাত থেকেই নিরাপত্তা বেড়েছে। কিন্তু কেন হঠাৎ নিরাপত্তা বাড়ানো হল, তা নিয়ে মুখ খোলেননি কাজল শেখ। তাঁর কথায়, "জনগনই আসল নিরাপত্তা।"

গত মাসেই নিরাপত্তা বাড়ানো হয়েছিল কাজল শেখের। দেওয়া হয়েছিল ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা। পাঁচজন নিরাপত্তারক্ষীর সঙ্গে স্বয়ংক্রিয় বন্দুকধারী বাহিনী যোগ হয়েছে। এবার ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হল কাজল শেখকে। আগামী ১৬ নভেম্বর কোর কমিটির বৈঠকের আগে এই নিরাপত্তা বাড়ানোয় জেলা রাজনীতিতে আলোচনা তুঙ্গে। কারণ, জেল থেকে জামিনে মুক্তির পরে অনুব্রত মণ্ডল আগের মতো দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। কিন্তু রাজ্য থেকে কোর কমিটির মাধ্যমে যৌথভাবে জেলা পরিচালনার নির্দেশ আসে। তার পর থেকেই কিছুটা হলেও হতাশ অনুব্রত শিবির। এরই মাঝে দফায় দফায় কাজল শেখের নিরাপত্তা বৃদ্ধি একাধিক প্রশ্ন তুলে দিয়েছে।

গত দু'মাসে পরপর ২ বার তাঁর নিরাপত্তা বাড়ায় খুশি কাজল অনুগামীরা। তাঁদের আশা কোর কমিটির বৈঠকেও এর প্রভাব পড়বে। দলের স্বার্থে আরও জোড়াল দাবি নিয়ে বৈঠকে সরব হবেন কাজল শেখ। ফলে শুধু তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নয়, দলেও যেন তাঁর নিরাপত্তা বাড়ল বলে মনে করছেন তার অনুগামীরা। উল্লেখ্য, বীরভূমে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, অনুব্রত মণ্ডল পান ওয়াই প্লাস নিরাপত্তা।