জন্মদিনের আগাম শুভেচ্ছা অভিষেককে! প্রশংসা করেছেন ডায়মন্ড হারবারের সাংসদের বুদ্ধিকে

সামনেই আসছে তৃণমূলের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। কুনাল ঘোষ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বাংলার 'পরবর্তী' মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করলেন।

জন্মদিনের আগাম শুভেচ্ছা অভিষেককে! প্রশংসা করেছেন ডায়মন্ড হারবারের সাংসদের বুদ্ধিকে

আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার,৬ নভেম্বর: সামনেই আসছে তৃণমূলের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। কুনাল ঘোষ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বাংলার 'পরবর্তী' মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করলেন। এবং আগামী দিনে তৃণমূলের শিরদাঁড়া হয়ে উঠবেন এমনটাই আশাপ্রকাশ করেছেন তিনি। এবং এর সঙ্গে ডায়মন্ড হারবারের সংসদের বুদ্ধি ও সময় উপযোগীর পদক্ষেপকেও প্রশংসা করেছেন।

কুনাল ঘোষ তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে, অভিষেক যেন শারীরিক তবে সুস্থ থাকে। খুব ভালো থাকে এবং চোখের সমস্যা একদম যেন ঠিক হয়ে যায়। এবং আরো লেখেন যে, এত কম বয়সে যে অভিষেক এত সাফল্য পেয়েছে, তার ব্যাপকতর বাড়তে থাকুক।' জানিয়েছেন, ' আমি যদিও রাজনীতিতে থাকি কি না থাকি, ইশকের ওপর গুরুত্বসহ নজর আমি রাখবই। বয়সে ছোট, কিন্তু যতদিন আমি তৃণমূলে সক্রিয় থাকব, ও আমার নেতা। তার বাইরে স্নেহ করি, ভালোবাসি।'

কুণাল ঘোষ দীর্ঘদিন ধরে তৃণমূলে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের রাজনৈতিক জীবন খুব কাজ থেকে দেখেছেন তিনি। সেকথাও এদিনের পোস্টে তুলে ধরেছেন কুণাল। অভিষেকের আমলে দলে কী কী পরিবর্থন এসেছে, সে বিষয়ের উল্লেখও করেছেন। লিখেছেন, 'মমতাদিকে দীর্ঘকাল দেখেছি, এখন অভিষেককেও দেখছি। দ্রুত আরও পরিণত। আবেগের সঙ্গে মিশছে আধুনিক পদ্ধতি, প্রযুক্তি। আরও ধারালো হচ্ছে অভিষেক।' এর পরই তাঁর আশা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রীর গদিতে বসবেন অভিষেক। তৃণমূলেরও দায়িত্ব নেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এ প্রসঙ্গে পোস্টে কুণাল ঘোষ লিখেছেন,'সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক, তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কান্ডারী। মমতাদির ঘরানার সময়োপযোগী ধারক ও বাহক। মমতাদির নেতৃত্ব চলতে থাকুক, আর তার মধ্যেই আগামীর পদধ্বনি হতে থাকুক বাংলার রাজনৈতিক সামাজিক চালচিত্রে।'