চিত্রকুটে ডিএপি সার না পেয়ে ক্ষিপ্ত হয়ে নিজের ক্ষেতে আম গাছে ঝুলে আত্মহত্যা করলেন এক কৃষক
চিত্রকূটে ডিএপি সার না পাওয়ায় বিরক্ত হয়ে আম গাছে ঝুলে আত্মহত্যা করলেন এক কৃষক। কৃষক ছোটু খান অনেক দিন ধরে সার কেন্দ্রে গিয়েও সার না পেয়ে হতাশায় আত্মহত্যা করেন।
আজ এখন ডেস্ক, পুস্পিতা বড়াল, 22 অক্টোবর: চিত্রকুটে ডিএপি সার না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে এক কৃষক তার ক্ষেতে আম গাছে ঝুলে আত্মহত্যা করলেন। বিষয়টি সিটি কোতয়ালী এলাকার কাঁথিপুর গ্রামের। সোমবার সার সংগ্রহ করতে নবীন মান্ডি কমিটিতে গিয়েছিলেন সেখানকার কৃষক ছোটু খান। কিন্তু তিনি সার পাননি। আর ঠিক এই কারণেই তিনি বিষণ্নতায় পড়ে আত্মহত্যা করেন।
কয়েকদিন ধরে ডিএপি সারের জন্য সার কেন্দ্রে গিয়েও সার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন সেই কৃষকের পরিবার। এমনকি, গতকাল সকাল থেকে সারের জন্য সার কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকলেও সন্ধ্যা পর্যন্ত সার না পেয়ে হতাশ হয়ে বাড়িতে পৌঁছান তিনি। এরপর, ওই কৃষকের পরিবারের লোকজন সার পাওয়ার বিষয়ে জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে হাতাহাতি শুরু করে। এরপর রাগে দুঃখে হতাশ হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করে।
একইসঙ্গে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করে। এই প্রসঙ্গে জেলাশাসক শিবশরণাপ্পা জিএন বলেন, ইতিমধ্যেই কৃষক ছোটু খানের পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া হয়েছে। লাশের পোস্টমর্টেম করা হচ্ছে। পাশাপাশি, আত্মহত্যার পেছনের কারণও খতিয়ে দেখা হচ্ছে।