হুগলিতে বৌদির অপমৃত্যু! নেপথ্যে কার হাত? বরের নাকি দেওরের!
হঠাৎ করে কয়েকদিন ধরে এই বাড়ি তৈরি করা নিয়েই চলছে অশান্তি। তবে এই অশান্তির অবসান হলো খুবই ভয়ংকর।দেওরের হাতেই খুন বউদি! তার দেওর খুনের পর নিজেই থানায় আত্মসমর্পণ করে। হুগলির পোলবায় এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা। পুলিশ শীঘ্রই দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার, ২৫ সেপ্টেম্বর: হঠাৎ করে কয়েকদিন ধরে এই বাড়ি তৈরি করা নিয়েই চলছে অশান্তি। তবে এই অশান্তির অবসান হলো খুবই ভয়ংকর।দেওরের হাতেই খুন বউদি! তার দেওর খুনের পর নিজেই থানায় আত্মসমর্পণ করে। হুগলির পোলবায় এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা। পুলিশ শীঘ্রই দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম পানমণি হাঁসদা। তিনি আরো বলেন, বাড়ি বানানো নিয়ে তাদের যত অশান্তি। কয়েক বছর আগেই মহিলাটির স্বামী মারা গিয়েছে। তার একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। মেয়েটি বড় তার বিয়ে হয়ে গেছে এবং ছেলেটি বিভিন্ন রাজ্যে সোনার কাজ করে। পানমণি বুধবার সকালে বোনের সঙ্গে বাপের বাড়িতে যাচ্ছিলেন। তাঁর দেওর অমিত হাঁসদা বাড়ির কাছেই রাস্তায় দাঁড়িয়ে ছিল। অভিযোগ, সেই সময় পিছন দিক থেকে অমিত ধারালো অস্ত্র দিয়ে বউদির গলায় আঘাত করে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন পানমণি।
আক্রান্তের বোনের চিৎকারে আশপাশের লোকেরা ছুটে গেলে চম্পট দেয় অমিত। এর পর পানমণিকে তড়িঘড়ি চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, এদিন থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অমিত। তদন্তকারীরা জানিয়েছে, বাড়ি তৈরিকে কেন্দ্র করেই খুন, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।