৩৫ জন জুনিয়র ডাক্তার রওনা দিলেন কালীঘাট!
শনিবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন বলে কালীঘাটে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসকরা এ দিন ইমেল পাঠিয়ে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলবেন তাঁরা সেইখানেই বৈঠক করবেন।
আজ এখন ডেস্ক ,দেবপ্রিয় কর্মকার, ১৪ই সেপ্টেম্বর:শনিবার জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন বলে কালীঘাটে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র চিকিৎসকরা এ দিন ইমেল পাঠিয়ে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলবেন তাঁরা সেইখানেই বৈঠক করবেন। এরপরই আলোচনা চেয়ে রাজ্য সরকারের তরফে ফের ইমেল আসে জুনিয়র ডাক্তারদের কাছে। সেই ইমেলে উল্লেখ করা হয়েছে পনেরো জন বৈঠকে যোগ দিতে পারবেন। তবে দেখা গেল একটি বাসে মোট ৩৫ জন উঠে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তাঁরা।