বালুরঘাটে দ্বিতীয় দফার ভোট প্রস্তুতি তুঙ্গে
বালুরঘাটে দ্বিতীয় দফার ভোট প্রস্তুতি তুঙ্গে
রাজ্যে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। রাতপোহালেই আগামিকাল দার্জিলিং, বালুরঘাট ও রায়গঞ্জে দ্বিতীয় দফার ভোট উৎসব। ফলতঃ বালুরঘাট কলেজ ও বুনিয়াদপুর কলেজে গড়ে তোলা হয়েছে ডিসিআরসি সেন্টার। ভোরবেলা থেকেই সেখানে উপস্থিত হতে শুরু করেছেন ভোটকর্মীরা। নিজেদের জিনিসপত্র ও দায়িত্বভার বুঝে নিয়ে এরপর সেখান থেকে নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা হচ্ছেন তাঁরা। অন্যদিকে যাতে ভোটকর্মীদের যাতায়াতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সব রকম যানবাহনের ব্যবস্থা আগাম রাখা হয়েছে প্রশাসনের তরফ থেকে। এমনকি বহু প্রত্যন্ত এলাকাতেও ভোটগ্রহণ হচ্ছে। সেখানেও যাতে কোনওরকম সমস্যা না হয়, সেই দিকেও নজর রেখেছে প্রশাসন। গত লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার।
*এক নজরে বালুরঘাট লোকসভা ভোটের যাবতীয় খুটিনাটি
মোট ভোটার :: ১৫,৬১,৯৬৬
পুরুষ ভোটার :: ৭,৯৮,২১৭
মহিলা ভোটার :: ৭,৬৩,৬৬৮
তৃতীয় লিঙ্গের ভোটার :: ৮১
মোট ভোটগ্রহণ কেন্দ্র :: ১৫৬৯
অক্সিলারি বুথ :: ২
মহিলা পরিচালিত মডেল বুথ :: ৩৬
ক্রিটিক্যাল বুথ----- দক্ষিণ দিনাজপুর ২৮৪+ ইটাহার ৪০