"আদালতের যুক্তি মানলে তো কলকাতা হাইকোর্টও তুলে দিতে হবে" মন্তব্য অভিষেকের
"আদালতের যুক্তি মানলে তো কলকাতা হাইকোর্টও তুলে দিতে হবে" মন্তব্য অভিষেকের
নিয়োগ দুর্নীতি মামলার রায় দিতে গিয়ে গত সোমবার ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে চাকরিহারা হয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এভাবে অযোগ্যদের জন্য যোগ্যদেরও কেন বঞ্চিত করা হল, সেই প্রশ্ন তুলে শীর্ষ আদালতে গিয়েছে রাজ্য। এবার এ ব্যাপারে বড় দাবি করে বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণসম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার ভোট প্রচারের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক বলেন, "আদালতের যুক্তি ধরে নিলে তো কলকাতা হাইকোর্টও তুলে দিতে হবে!"
নিজের দাবির সপক্ষে অভিষেক বলেন, "কিছু অযোগ্যর জন্য হাজার হাজার যোগ্যকে চাকরি থেকে বরখাস্ত করা যদি ঠিক কাজ হয়, তাহলে হাইকোর্টের যুক্তি ধরেই বলতে হয়, কলকাতা হাইকোর্টের সব বিচারপতি তাহলে বিজেপি!"