বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
নবদ্বীপ, পিয়ালী বোস:- বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।থ এই ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ স্বরুপগঞ্জ ঘাটে। এই ঘটনায় গুরুতর আহত হন বিজেপির তিন কর্মী। তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে রাতেই তাদের সাথে দেখা করতে আসেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। সেখানে এসে তিনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন তোলেন। তিনি জানান যারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তাদের চিকিৎসা, এক ঘন্টা পার হয়ে গেল ভালোভাবে শুরু হয়নি। এছাড়াও তিনি দোষীদের গ্রেফতারের দাবী তুলেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।