বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে বিশেষ ইস্তেস্কার নামাজ
বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে বিশেষ ইস্তেস্কার নামাজ
তীব্র গরমের দাবদাহে অতিষ্ঠিত সাধারণ মানুষ। জলের হাহাকারে চরম দুর্ভোগে মানুষ সহ পশুপাখিরাও। মাঠে ফসল রোপন করে বৃষ্টি না হওয়ায় মাথায় হাত পড়েছে চাষীদের। তাই এবার নিজেদের ভুল ত্রুটি স্বীকার করে মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে বৃষ্টিপাতের জন্য বিশেষ ইস্তেস্কার নামাজ পড়লেন মুসল্লীরা। নামাজ শেষে হাত তুলে কান্না বিজড়িত কন্ঠে মোনাজাতেও সামিল হন মুসল্লীরা। সূত্রের খবর মুর্শিদাবাদের সামসেরগঞ্জের চাচন্ড কবরস্থান ময়দানে সমবেত হয়ে সকাল সাড়ে ৬ টায় নামাজ পড়েন মুসল্লীরা । আশেপাশের বিভিন্ন গ্রামের কয়েক শতাধিক মানুষের পাশাপাশি ছোট ছোট শিশুরাও এই বিশেষ নামাজে যোগদান করেন।