পুজো প্রস্তুতি নেওয়ার পথে বৈঠক কলকাতা পুলিশের
কলকাতা পুলিশের নয়া পুলিশ কমিশনার হিসাবে সবে দায়িত্ব নিয়েছেন মনোজ বর্মা। এরপরই পুজোয় নিয়ে প্রস্তুতি পর্বও শুরু করেছে লালবাজার। লালবাজার সূত্রে খবর, আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে পুজো সমন্বয় বৈঠকের আয়োজনও করে ফেলেছে লালবাজার।
আজ এখন ডেস্ক, দেবপ্রিয়া কর্মকার ,19 সেপ্টেম্বর:কলকাতা পুলিশের নয়া পুলিশ কমিশনার হিসাবে সবে দায়িত্ব নিয়েছেন মনোজ বর্মা। এরপরই পুজোয় নিয়ে প্রস্তুতি পর্বও শুরু করেছে লালবাজার। লালবাজার সূত্রে খবর, আলিপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে পুজো সমন্বয় বৈঠকের আয়োজনও করে ফেলেছে লালবাজার। আগামী ২৫ শে সেপ্টেম্বর, সন্ধ্যা ছটায় লালবাজারের পদস্থকর্তারা, একইসঙ্গে সমস্ত ডিভিশনের ডিসি এবং সমস্ত থানার ওসিদের নিয়ে এই বৈঠক বলে জানা যাচ্ছে। পাশাপাশি পুরসভা, দমকল, বিদ্যুৎ বণ্টন বিভাগের আধিকারিকদেরকেও থাকতে বলা হয়েছে ওই বৈঠকে।
পুজোর সময় বড় মণ্ডপগুলির কাছে সাধারণ মানুষের বিচারের দাবিতে আন্দোলনের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না লালবাড়ির কর্তারা। তাই সেই বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্নিত না হয় সেটাও নজরে রাখছেন পুলিশ কর্তারা। প্রসঙ্গত, প্রতি বছরই পুজোর আগে এই ধরনের সমন্বয় বৈঠক করেন লালবাজারের কর্তারা। কিন্তু, আরজি কর আবহে যে এই বৈঠকে এবারে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। একইসঙ্গে মনোজ বর্মা দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যে এই বৈঠক হওয়ায় তা যে নতুন মাত্রা পাবে তাও বলার অপেক্ষা রাখে না। দিকে পুজো আসতে হাতে আর মাত্র ক’টা দিন। কিন্তু, আন্দোলনের আবহে যে উৎসবের আবহে অনেকটাই ভাটা পড়েছে তা মানছেন সকলেই। পুজো উদ্যোক্তা থেকে কুমোরটুলি, সব জায়গা থেকেই আসছে একই মত। এরইমধ্যে আবার উৎসবে ফেরার বার্তা দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। যা নিয়ে বিতর্কও হয়েছিল বিস্তর।